আমাদের সিলেট ডটকম:
সুনামগঞ্জের ছাতক থেকে নিখোঁজ হয়েছেন যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি ও যুক্তরাজ্য যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি মুজিবুর রহমান মুজিব (৫৬) ও তার ব্যক্তিগত গাড়ী চালক। গত রোববার বিকেল থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
এ ঘটনার নিখোঁজ বিএনপি নেতার পরিবারের পক্ষ থেকে সুনামগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
সুনামগঞ্জ জেলা বিএনপিও আজ দুপুরে সংবাদ সম্মেলন করে ৪৮ ঘণ্টার মধ্যে নিখোঁজ বিএনপি নেতার সন্ধান দাবী করেছে। অন্যথায় কঠোর কর্মসূচির হুমকি দেয়া হয়েছে।
নিখোঁজ বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিবের মূল বাড়ি দক্ষিণ সুনামগঞ্জের জয়কলস ইউনিয়নের সুলতানপুর গ্রামের। সম্প্রতি দেশে এসে তিনি ছাতক পৌর শহরের বাসায় বসবাস করছিলেন। তিনি সদ্য বিলুপ্ত সুনামগঞ্জ জেলা বিএনপির কমিটিতে সহ সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন।
তার পারিবারিক সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত রোববার বিকেলে সুনামগঞ্জ শহরে গণ অনশন কর্মসূচিতে অংশ নেন। এরপর সন্ধ্যার পর তার সুনামগঞ্জ শহর থেকে তার ব্যক্তিগত গাড়ীযোগে সিলেটের উদ্দেশ্যে রওনা দেন । কিন্তু রাতে পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর তার ব্যক্তিগত গাড়ী চালক রেজাউল হক (৩২)-এর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে সেটিও বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় হতবিহবল তার পরিবারের সদস্যরা গতকালও সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেন। কিন্তু কোন সন্ধান না পেয়ে আজ মঙ্গলবার সকালে নিখোঁজ বিএনপি নেতা মুজিবের ভাগ্নি জামাই রবিউল ইসলাম সুনামগঞ্জ সদর থানায় একটি জিডি করেন।
রবিউল ইসলাম আমাদের সিলেট ডটকম-কে জানান, মুজিবুর রহমান স্ত্রী-সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে বসবাস করেন। ছয় মাস আগে একা দেশে এসেছিলেন। রোববার বিকেলে সুনামগঞ্জ থেকে সিলেটে রওনা হওয়ার আগে তাঁর ভাতিজা আবুল হোসেনের সঙ্গে ফোনে কথা হয়। পরে রাতে আবুল হোসেন আবার তাঁকে ফোন করলে তাঁর ও গাড়িচালকের ফোন বন্ধ পাওয়া যায়।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জানে আলম খান জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, বিএনপি নেতা মুজিব ও তার ব্যক্তিগত গাড়ী চালকের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে। তিনি জানান, বিষয়টি সুনামগঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও র্যাবকে অবহিত করা হয়েছে।
এদিকে, আজ দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপি নেতারা শহরের নন্দন পরাজয় এক সংবাদ সম্মেলনে জানান, প্রবাসী বিএনপির নেতা মুজিবুর রহমান গত রোববার সুনামগঞ্জ শহরের শহীদ মিনারে বিএনপির গণ-অনশন কর্মসূচিতে যোগ দেন। বিকেলে তিনি তাঁর ব্যক্তিগত গাড়ি নিয়ে সিলেটে রওনা দেন। এরপর থেকে চালক রেজাউল হকসহ (৩২) তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, আমরা ৪৮ ঘণ্টার মধ্যে জীবিত এবং সুস্থ অবস্থায় মুজিবুর রহমানের সন্ধান চাই। আগামীকাল বুধবার সকালে এ ঘটনায় সংগঠনের পক্ষ থেকে শহরে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। সেখান থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওয়াকিফুর রহমান গিলমান, আবদুল লতিফ, নাদির আহমদ, আ স ম খালিদ, রেজাউল হক, আবুল মনসুর শওকত, পৌর কাউন্সিলর আবদুল্লাহ আল নোমান এবং গাড়িচালক রেজাউল হকের বাবা ওয়াহিদুল হক উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment