প্রেস ব্রিফিংয়ে শমশের মবিন চৌধুরী- সরকারের বিশেষ বাহিনী ইলিয়াস আলী ও মুজিবকে গুম করেছে

Saturday, May 10, 2014

আমাদের সিলেট ডটকম:

সরকারের বিশেষ বাহিনী বিএনপি নেতা এম. ইলিয়াস আলী ও মুজিবুর রহমান মুজিবকে গুম করেছে বলে মন্তব্য করেছে বিএনপির ভাইস চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী। অবিলম্বে এ দুই বিএনপি নেতাসহ সকল গুম হওয়া ব্যক্তিকে অক্ষত অবস্থায় ফেরত দেয়ার জন্য সরকারের প্রতি দাবীও জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, একের পর এক বিএনপি নেতাদের গুম হওয়া ও তাদের সন্ধান দিতে না পারা সরকারের চরম ব্যর্থতা। কারণ, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান দেয়ার দায়িত্ব সরকারের।

আজ শনিবার সিলেট নগরীর মিরের ময়দানে তার বাসভবনে সাংবাদিকদের ব্রিফিং-কালে শমশের মবিন চৌধুরী এসব কথা বলেন।

তিনি বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে না আনলে দেশের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত হবে না।

সাবেক এ পররাষ্ট্র সচিব বলেন, এই সরকার জনগণের সরকার নয়। এ সরকারের ওপর মানুষের কোন আস্থা নেই। প্রশাসনেও সরকারের কোন নিয়ন্ত্রণ নেই। সরকারের প্রতি আস্থাহীনতা এবং নিয়ন্ত্রণহীনতার কারণে নারায়ণগঞ্জের মর্মান্তিক সেভেন মার্ডারের ঘটনা ঘটেছে। এ ঘটনাকে সরকারের ‘অপরাজনীতি’র দৃষ্টান্ত হিসাবে আখ্যায়িত করে তিনি বলেন, স্বাধীনতার পর রক্ষীবাহিনী এদেশে হিংস্র বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। তারা অনেক মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে। দেশের মানুষের কাছে রক্ষীবাহিনী ছিল মূর্তিমান আতংক। বর্তমানে সেই হিংস্রতার ধারাবাহিকতায় ‘বিশেষ’ বাহিনী গুম খুন অপহরণ চালিয়ে যাচ্ছে। ইলিয়াস আলীকে এই বাহিনী যেভাবে গুম করেছিল-ঠিক একই কায়দায় সুনামগঞ্জের বিএনপি নেতা মুজিবকে গুম করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, দেশের মানুষের পাশাপাশি বিদেশীদেরও এ সরকারের প্রতি কোন আস্থা নেই। সরকারের বিষয়ে বিদেশীরা আগের অবস্থানে রয়েছে। বিদেশ থেকে রেমিট্যান্স আসাও কমে গেছে। প্রবৃদ্ধি শতকরা ৬ ভাগ হবে না বলে আশংকা প্রকাশ করেন তিনি।

সাবেক এ সচিব বলেন, দেশের প্রতিটি ক্ষেত্রে দলীয়করণ চলছে। প্রশাসন-পুলিশ সর্বত্র চলছে দলীয়করণের নগ্ন প্রতিযোগিতা। এ অবস্থায় প্রশাসন অনেকটা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। তিনি বলেন, দেশের মানুষ জনগণের সরকারকে ক্ষমতায় দেখতে চায়।

ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল গাফ্‌ফার, বিএনপির কেন্দ্রীয় সদস্য আবুল কাহের শামীম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকি, বিএনপি নেতা বদরুজ্জামান সেলিম, তারেক আহমদ চৌধুরী, আলী আহমদ, রেজাউল হাসান কয়েস লোদী, আজমল বক্ত সাদেক, ইমদাদ আহমদ চৌধুরী প্রমুখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License