আমাদের সিলেট ডটকম:
বিশ্বনাথে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি সংঘঠিত হয়েছে।
গত সোমবার গভীর রাতে উপজেলার রামধানা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ইলিয়াস আলীর বাড়িতে এই ঘটনাটি ঘটে। এসময় প্রবাসী ও তার ভাইদের বেঁধে মারধর করে এবং পরিবারের সকল সদস্যকে অস্ত্রের মূখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুঠ করে নিয়ে যায় ডাকাতদল। খবর পেয়ে গতকাল মঙ্গলবার সকালে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস’ল পরিদর্শন করেছে।
জানা গেছে, সোমবার দিবাগত রাত প্রায় আড়াইটায় হাফ পেন্ট ও মুখোশপড়া ১৪/১৫ জনের একটি ডাকাতদল প্রবাসী ইলিয়াস আলীর বাড়িতে কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। ডাকাতদল প্রবাসী ইলিয়াস আলী, তার ভাই মখলিছ মিয়া ও জুবায়ের আহমদকে বেঁধে ফেলে এবং পরিবারের সকল সদস্যকে অস্ত্রের মূখে জিম্মি করে ফেলে। এসময় ডাকাতদল ঘরের আলমিরা ভেঙ্গে ও সকল আসবাবপত্র তছনছ করে ১১ ভরি স্বর্ণালংকার, ২০ ভরি রুপা, ৫টি মোবাইল সেট, নগদ ২লক্ষ ৬০ হাজার টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে প্রবাসীর ছোট ভাই জুবায়ের আহমদ জানিয়েছেন।
তিনি বলেন, তাদের বাড়ির পার্শ্বেই পল্লী বিদ্যুতের সাব-স্টেশন রয়েছে। ঘটনার সময় রাত প্রায় ৩টায় ডাকাদল চলে যাওয়ার সময় হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। এরপর মাত্র ৫/৭ মিনিটের ভিতরেই আবার বিদ্যুৎ চলে আসে।
এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হোসেন ডাকাতির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এঘটনায় এখনো কোন মামলা হয়নি। আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।
বিশ্বনাথের রামধানায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি : স্বর্ণালংকাসহ ১০ লাখ টাকার মালামাল লুঠ
Tuesday, May 6, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment