পাহাড় ধসে স্ত্রী-কন্যাসহ তিনজন নিহত

Friday, May 9, 2014

আমাদের সিলেট ডটকম: মৌলভীবাজারের বড়লেখায় পাহাড় ধসে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শাহবাজপুর চা বাগানে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির কারণে পাহাড় ধসে চা বাগানের শ্রমিক রাজেশের (৩৫) বাড়ির উপর পড়ে।


এতে রাজেশ, তার স্ত্রী মঞ্জু (৩০) ও তাদের এক বছর বয়সী শিশুকন্যা মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।রাজেশ ও তার স্ত্রী মঞ্জু শাহবাজপুর চা বাগানে কাজ করতেন। তাদের বাড়ি বাগানের ভেতরে পাহাড়ের পাশে ছিল।


বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আকবর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত থেকে এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়। এতে পাহাড়ের মাটি নরম হয়ে ধসে পড়লে এ দুর্ঘটনা ঘটে।লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License