আমাদের সিলেট ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দলের নেতা-কর্মীদেরকে পৈশাচিকভাবে হত্যা ও অপহরণ করে গুম করা সরকারের দৈনন্দিন কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে। মঙ্গলবার দুপুরে এক বিবৃতিতে গাড়ি চালকসহ সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এসব কথা বলেন তিনি। উল্লেখ্য, গত ৪ মে জাতীয় প্রেসক্লাবে বিএনপির গণঅনশন কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে ঢাকা মেট্রো ঘ-২৭-৪৬৯৮ নং গাড়িসহ সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব, তার গাড়ি চালক রেজাউল হক সোহেল নিখোঁজ হন। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, বর্তমান অবৈধ সরকারের বিভিন্ন সন্ত্রাসী বাহিনী কর্তৃক দেশব্যাপী অব্যাহতভাবে বিরোধী নেতা-কর্মীদের হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায় এবং গুম করছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচি বলেন, “বিরোধী দল ও মতকে নিশ্চিহ্ন করতে বর্তমান ফ্যাসিস্ট শাসকগোষ্ঠী এতটাই সীমালঙ্ঘন করেছে যে, বিরোধী দলের নেতা-কর্মীদেরকে পৈশাচিকভাবে হত্যা ও অপহরণ করে গুম করা যেন তাদের দৈনন্দিন কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে। আর এই সব জীবনবিনাশী অপকর্মে শাসকগোষ্ঠী নিজেদের অঙ্গ সংগঠন ছাত্রলীগ-যুবলীগ ছাড়াও পুলিশ-র্যাবকে ঘাতক বাহিনীতে পরিণত করে ব্যবহার করছে। তিনি বলেন, “বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা ও গুম করে আওয়ামী লীগ নিজেদেরকে রক্ষা করতে পারবে না। তাদের ক্ষমতাবিলাস চরম পরিণতি বরণ করবে। সব অন্যায় ও অপকমের্র বিরুদ্ধে এদেশের সংগ্রামী জনতা এখন ঐক্যবদ্ধ। অচিরেই উচ্ছৃঙ্খল, বেপরোয়া নরঘাতক অবৈধ সরকারের দুঃশাসন থেকে মুক্তি পেতে জনগণ ফ্যাসিস্ট শাসকগোষ্ঠীকে উৎখাত করে বিচারের মুখোমুখি দাঁড় করাবে।”ফখরুল অবিলম্বে নিখোঁজ মুজিবুর রহমানসহ তার গাড়িচালককে উদ্ধার করে পরিবারের কাছে ফেরত দেয়ার জোর দাবি জানান। অপর এক বিবৃতিতে কক্সবাজার জেলার বিএনপি নেতা হাজী মো. সৈয়দকে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক নির্মম ও পৈশাচিকভাবে পিটিয়ে হত্যা করেছে এমন অভিযোগ করে এর নিন্দা জানিয়েছেন। তিনি হাজী মো. সৈয়দ’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যবগের্র প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি এ ঘটনায় দায়িদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
হত্যা-অপহরণ সরকারের দৈনন্দিন কর্মসূচি
Tuesday, May 6, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment