আমাদের সিলেট ডটকম:
সিলেটে যৌতুকের দাবীকৃত ১০ লাখ টাকা না পেয়ে ৩ মাসের গর্ভের সন্তানকে নির্মমভাবে হত্যা করেছে পাষান্ড এক স্বামী। গত মাসে নগরীর শাহজালাল উপশহর ৩ নং রোডের এফ-ব্লকের হেকিম মঞ্জিলের ৭৬ নম্বর বাসায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় নগরীর শাপলাবাগের বাসিন্দা ২৮ নং বাসার মৃত মাস্টার ফজলুর রহমান চৌধুরীর কন্যা মোচ্ছাঃ তাসলিমা বেগম চৌধুরী বাদি হয়ে স্বামী, শ্বাশুড়ী, দেবরসহ ৪ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শাহপরান থানায় একটি মামলা দায়ের করেন। নং- ৩ (০৪-০৫-১৪)।
মামলার আসামীরা হচ্ছেন- জকিগঞ্জ থানার বাল্লা ইছামতি গ্রামের মৃত হেকিম সিকন্দর আলী চৌধুরীর পুত্র বর্তমানে শাহজালাল উপশহর ৩ নং রোডের এফ-ব্লকের হেকিম মঞ্জিলের ৭৬ নম্বর বাসার বাসিন্দা ও তাসলিমার স্বামী ছালিক আহমদ চৌধুরী (৩৯), দেবর আহমদ মোজাক্কের ফয়সল চৌধুরী (৪৫), শ্বাশুড়ী মস্তেফা বেগম চৌধুরী (৫৫) ও ননদ হাবিবা বেগম চৌধুরী (৪৩)।
মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা গেছে, ২০০৫ সালে ছালিকের সাথে মোচ্ছাঃ তাসলিমা বেগম চৌধুরীর ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে হয়ে। বিয়ের পর তাদের সংসারে ফারিহা নামের একটি সন্তানের জন্ম হয়। বিয়ের কিছুদিন তাদের সংসার সুখে চলে আসছিল। এক পর্যায়ে ছালিক চৌধুরী তার পরিবারের লোকজনকে নিয়ে ব্যবসা ও লন্ডন যাওয়ার জন্য বিভিন্ন অংকের যৌতুক দাবী করে স্ত্রী তাসলিমাকে শারিরীক ও মানসিকভাবে নির্যাতন করে আসছি। এমনতাবস্থায় তাসলিমা ২০০৭ সালের জানুয়ারী ও মার্চে দু’কিস্তিতে স্বামী ছালিককে ৮ লাখ টাকা পিত্রালয় থেকে এনে দেন স্ত্রী। পরে ছালিক ও তার সহোদর ফয়সল ব্যবসায় ক্ষতিগ্রস্থ হলে বিভিন্ন ব্যাংকের দায়গ্রস্থ হতে তার কাছে আরো ১০ লাখ টাকা এনে দেয়ার চাপ সৃষ্টি করতে থাকে। গত ১২ এপ্রিল দুপুর ২ টার দিকে ছালিক যৌতুকের ১০ লক্ষ টাকা না পেয়ে স্ত্রীকে ব্যাপক মারপিট করে তার ৩ মাসের গর্ভের সন্তানকে লাথি মেরে হত্যা করেন। গত ২৭ এপ্রিল সকাল সাড়ে ৮ টার দিকে আবার ছালিক স্ত্রীর কাছে ১০ লক্ষ টাকা দাবী করেন। সে টাকা দিতে অস্বীকার করলে ছালিকসহ তার পরিবারের লোকজন মিলে তাসলিমাকে রড দিয়ে এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে মাটিতে পেলে গলায় পা দিয়ে চাপা দিয়ে হত্যার চেষ্টা চালান। এক পর্যায়ে তার আত্মচিৎকারে স’ানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার পরে বাধ্য হয়ে তাসলিমা বেগম চৌধুরী তাদের বিরুদ্ধে শাহপরান থানায় মামলা দায়ের করেন।
নগরীতে যৌতুক না পেয়ে ৩ মাসের সন্তানকে হত্যা: স্ত্রীর মামলা দায়ের
Monday, May 5, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment