সরকারী কর্মকর্তা-কর্মচারীরা মনে রাখতে হবে জনগণের ট্রেক্সের পয়সায় রাষ্ট্র পরিচালিত হয় : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

Thursday, May 8, 2014

আমাদের সিলেট ডটকম:

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সরকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, তৃণমূল পর্যায়ে জনগণকে সেবাদানের লক্ষ্যে উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগ গুরু দায়িত্ব পালন করে আসছে। কর্মকর্তা-কর্মচারীরা মনে রাখতে হবে জনগণের ট্রেক্সের পয়সায় রাষ্ট্র পরিচালিত হয়। সরকারী কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা জনগণের কাছ থেকে আসে। জনগণ কোন দপ্তরে গিয়ে হয়রানীর শিকার হলে কাউকে রেহাই দেয়া হবে না। মনে রাখতে হবে দেশের মালিক জনগণ, সংবিধান জনগণকে সকল ক্ষমতার উৎস হিসাবে সম্মান দিয়েছে। সরকারের বিভিন্ন দপ্তরের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা শুধু বেতন-ভাতার জন্য নয়, সেবার মানসিকতা নিয়ে জনগণের জন্য কাজ করতে হবে। বাংলাদেশ পৃথিবীর যে কোন উন্নয়নশীল দেশের চেয়ে অনেক এগিয়ে রয়েছে। আমাদের এ অগ্রযাত্রাকে অব্যহত রাখতে আপনাদের সহযোগীতা একান্ত প্রয়োজন। এক্ষেত্রে সততার সহিত দায়িত্ব পালনের জন্য তিনি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহŸান জানান। বৃহস্পতিবার বেলা ৫টায় উপজেলা সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় উপজেলার বিভিন্ন বিভাগের সরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষামন্ত্রী নুরুর ইসলাম নাহিদ তার স্বেচ্ছাধীন তহবিলের অনুদান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভূমিকম্প মহড়া অনুষ্ঠানের সামগ্রী বিতরণকালে বলেছেন, বর্তমান সরকার তথ্য প্রযুক্তির সুবিধা গ্রামীণ পর্যায়ে পৌঁছে দিয়েছে। তথ্য প্রযুক্তির কারনে রাজধানী থেকে শুরু করে গ্রাম-গঞ্জের মানুষ বিভিন্ন বিষয়ে সেবা পাচ্ছে। আওয়ামীলীগ জনগণকে যে প্রতিশ্রæতি দিয়েছিল, তা বাস্তবায়নে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকারের নেয়া পদক্ষেপ আজ সফলতায় পরিণত হয়েছে। বিশ্বের অনেক দেশ বাংলাদেশের শিক্ষার দ্রæত উন্নয়নের বিষয়কে গুরুত্ব দিয়ে নিজ নিজ দেশে তা বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করছে। তথ্য প্রযুক্তিগত শিক্ষার উন্নয়নে সরকারের নেয়া পদক্ষেপগুলো আজ জাতির জন্য আর্শিবাদ হয়ে দেখা দিয়েছে। আমরা চাই একটি স্বনির্ভর বাংলাদেশ, যেখানে দারিদ্রতা ও অশিক্ষা থাকবে না।

বিকাল ৪টায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসাদুল হকের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমির উদ্দিন ছাদেক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, সাবেক উপজেলা সভাপতি নাজমুল হক, সহ-সভাপতি ডা. আব্দুর রহমান, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আকবর আলী ফখর, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল ওয়াদুদ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন সভাপতি এবিএম ছদর উলা চৌধুরী, সেক্রেটারী শাহাব উদ্দিন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইদুল আলম সোয়েদ, জেলা ছাত্রলীগ নেতা রুমেল সিরাজ, উপজেলা ছাত্রলীগ সভাপতি খায়রুল হক প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, গোলাপগঞ্জ এম.সি একাডেমী মডেল স্কুল ও কলেজের প্রিন্সিপাল মনসুর আহমদ চৌধুরী, ঢাকাদক্ষিণ বহুমুখী হাইস্কুল ও কলেজের প্রিন্সিপাল রেজাউল আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট শাহানা হোসাইন, সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা আব্বাস উদ্দিন, ফুলসাইন্দ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজা মোহাম্মদ জাকারিয়া, ল²ীপাশা ইউপি চেয়ারম্যান মাহমুদ আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, জেলা ছাত্রলীগ নেতা জাফরান জামিলসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License