অনলাইন মিডিয়া বাংলাদেশে নতুন হলেও ইতোমধ্যে তা
মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়ে গেছে : কামরান
নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, অনলাইন মিডিয়া বাংলাদেশে নতুন হলেও ইতোমধ্যে তা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়ে গেছে। কারণ এর মাধ্যমে প্রতিটি খবর খুব দ্রুত পৌঁছে যাচ্ছে পাঠকদের কাছে। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির সুফল। এই সুযোগ আরো সম্প্রসারিত হবে।
অনলাইন নিউজ পোর্টাল সিলেট নিউজ ওয়ার্ল্ড ডটকমের ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে প্রবাসী সাংবাদিকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বদর উদ্দিন আহমদ কামরান বলেন, প্রবাসীরা দেশ থেকে বহুদূর থাকলেও তাদের মন পড়ে থাকে প্রিয় জন্মভূমিতে। তাই তারা প্রতিমুহূর্তে দেশের খবর জানতে চান। এ ক্ষেত্রে অনলাইন পত্রিকা একটি বড় মাধ্যম হয়ে উঠেছে।
প্রবাসী সাংবাদিকদেরকে সম্মানিত করায় তিনি সিলেট নিউজ ওয়ার্ল্ড ডটকম কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, সর্বক্ষেত্রে প্রবাসীদের অবদান জাতি চিরদিন গভীর শ্রদ্ধায় স্মরণ করবে।
No comments:
Post a Comment