আমাদের সিলেট ডটকম:
সুনামগঞ্জ জেলা ও লন্ডন প্রবাসী বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিবের সন্ধানের দাবিতে মানবন্ধন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। শহরের ট্রাফিক পয়েন্টে বুধবার দুপুরে অনুষ্ঠিত মানববন্ধনে নিখোঁজ বিএনপি নেতা ও তার গাড়ি চালক রেজাউল করিম সোহেলের পরিবারের লোকজনও অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক নাসির উদ্দিন চৌধুরী, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, নাদির আহমদ, আব্দুল লতিফ জেপি, ওয়াহিদুর রহমান গিলমান, আবুল মনসুর শওকত, আব্দুলৱাহ আল নোমান। এ সময় গাড়ি চালক সোহেল এর পিতা মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ ও বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিব এর জামাতা রবিউল ইসলামও বক্তব্য রাখেন।
মানববন্ধন চলাকালে বক্তরা বলেন, অবিলম্বে বিএনপি নেতাকে জীবিত ফিরিয়ে না দিলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। সরকারের মদদেই বিএনপির এই নেতা নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করেন তারা ।
অপরদিকে একই সময়ে সুনামগঞ্জ জেলা মাইক্রোবাস শ্রমিক সংগঠন গুলো বিক্ষোভ মিছিল করে। শহরের পুরাতন বাসষ্টেন্ড থেকে মিছিলটি বের হয়ে শহরের ট্রাফিক পয়েন্টে এক সমাবেশে মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন শ্রমিক নেতা আব্দুল করিম, আব্দুল মতিন, শাহার মিয়া প্রমুখ। তারা অবিলম্বে নিখোঁজ গাড়ি চালক সোহেলের মুক্তির দাবি জানান। উল্লেখ্য, গত ৪ মে মুজিবুর রহমান ও তার ড্রাইভার সুনামগঞ্জ থেকে সিলেট যাওয়ার পথে গাড়ি সহ নিখোঁজ হন।
মুজিবুর রহমানের সন্ধানের সুনামগঞ্জে মানবন্ধন কর্মসূচি পালিত
Wednesday, May 7, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment