নারায়নগঞ্জে প্যানেল মেয়রকে অপহরণ ও হত্যায় সিলেট
সিটি করপোরেশনের কাউন্সিলরদের তীব্র ক্ষোভ প্রকাশ
নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামকে অপহরণ করে হত্যায় সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
রবিবার ৪ মে নগর ভবন সভা কক্ষে অনুষ্ঠিত এক জরুরি সভায় তারা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দাও জ্ঞাপন করেন।
প্যানেল মেয়র সালেহ আহমদ চৌধুরীর সভাপতিত্বে সভায় দেশব্যাপী হত্যা, গুম, খুন ও অপহরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সকল সিটি করপোরেশনের কাউন্সিলরদের নিরাপত্তার জন্য প্রশাসনের প্রতি দাবি জানানো হয়।
কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, মো. রাজিক মিয়া, এসএম আবজাদ হোসেন, রেজাউল হাসান কয়েছ লোদী, রেজওয়ান আহমদ, নজিবুর রহমান নিরু, মোহাম্মদ মোখলেছুর রহমান, রকিবুল ইসলাম ঝলক, মো. সিকন্দর আলী, শান্তনু দত্ত সন্তু, মো. নজরুল ইসলাম মুনিম, মো. ছয়ফুল আমিন বাকের, আব্দুল মুহিত জাবেদ, দিলওয়ার হোসাইন সজীব, এবিএম জিল্লুর রহমান, দিনার খান, আজাদুর রহমান আজাদ, মো. আব্দুর রকিব তুহিন, সৈয়দ মিসবাহ উদ্দিন, মোস্তাক আহমদ, সোহেল আহমদ রিপন, তাকবির ইসলাম পিন্টু, মোহাম্মদ তৌফিক বকস, আব্দুল জলিল নজরুল, কোহিনূর ইয়াছমিন ঝর্ণা, জাহানারা খানম মিলন, রেবেকা বেগম, আমেনা বেগম রুমি, দীবা রানী দে, শাহানারা বেগম, শামীমা স্বাধীন, সালেহা কবীর সেপী ও অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ।
No comments:
Post a Comment