আমাদের সিলেট ডটকম:
ঢাকা – সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের নিকট মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনার ২৬ ঘণ্টা পর আরো একজনের লাশ থেকে উদ্ধার করা হয়েছে।
তিনি হলেন সিলেট জেলার বিয়ানীবাজার পৌরসভার প্রজন্ম লীগের যুগ্ম সাধারন সম্পাদক জাবেদ হোসেন (৩০)। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪-এ। মঙ্গলবার সকালে নিহতদের স্বজনরা দুর্ঘটনা স্থল ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার আন্দিউড়া উম্মেতুন্নেছা স্কুলের পাশে একটি ডোবায় তল্লাসী চালিয়ে প্রজন্ম লীগ নেতা জাবেদ হোসেনের লাশ উদ্ধার করে। নিহত জাবেদ হোসেন সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ফতেপুর গ্রামের অদল মিয়ার ছেলে।
উল্লেখ্য, গত সোমবার সকালে উল্লেখিত স্থানে মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে রুহুল আমিন, রুবেল, রাহেল নামে ৩ যুবকের মৃত্যু হয়। আহত হয় অনন্ত ৬ জন। দুর্ঘটনার পর মাইক্রোবাস আরোহী জাবেদ হোসেনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার স্বজনরা মঙ্গলবার সকালে ঘটনাস্থলে এসে একটি ডোবায় তল্লাসী চালিয়ে তার লাশ উদ্ধার করে।
মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত বিয়ানীবাজার পৌরসভার প্রজন্ম লীগ নেতার লাশ উদ্ধার
Tuesday, May 6, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment