আমাদের সিলেট ডটকম:
সিলেট মহানগর পুলিশের ৬ থানা এলাকায় গত এক মাসে (এপ্রিল ২০১০৪) মাসব্যাপী বিশেষ অভিযানে একটি মাইক্রোবাস,একটি প্রাইভেট কার, ৩টি সিএনজি অটোরিক্সা, ১০টি মোটরসাইকেল, ৬০০ বোতল ফেনসিডিল, ৮০০ বোতল বিয়ার, ৫লিটার চোলাই মদ, ৫০০ পিস ইয়াবা, ১২০ পুরিয়া হেরোইন, ৫০ বোতল জেনোসিডিল, ৩ কেজি গাঁজা ও ১৫ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। যার বাজার মূল্য বারো লাখ টাকা।
এছাড়া ডাকাতির ঘটনায় লুণ্ঠিত একটি এলইডি টিভি ২টি চোরাই ল্যাপটপ, ৩টি ডিভিডি প্লেয়ার, ১টি সাউন্ড বক্স, ২০টি মোবাইল ফোন, ১টি ডেগার, ১টি ছুরি, ১টি খেলনা পিস্তল ও ছিনতাইকাজে ব্যবহৃত ১শ’ গ্রাম মরিচের গুড়া উদ্ধার করা হয়েছে। এর বিপরীতে ৪০ জন মাদক ব্যবসায়ী, চোর, ছিনতাইকারী ও ডাকাত সদস্যদের আটক করা হয়। এসব মালামাল উদ্ধার ও আটকের বিপরীতে ৮০টি মামলা দায়ের করা হয়।
আজ দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে ব্রিফ করেন এসএমপির অতিরিক্ত কমিশনার রুকন উদ্দিন আহমদ।
এসএমপির এক মাসের অর্জনের খতিয়ান উপস্থাপন
Monday, May 5, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment