আমাদের সিলেট ডটকম:
ছাতকে চাঞ্চল্যকর বেলায়েতুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামী বশির আহমদ (৪২)কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। সে বিশ্বনাথ উপজেলার মাহতাবপুর গ্রামের মৃত ওয়ারিছ আলীর পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই আহমেদ মঞ্জু মুর্শেদ তাকে গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে গ্রেফতার করেছেন। ১৪ ফেব্রুয়ারি রাতে বিশ্বনাথের লামাকাজি ইউনিয়নের মাহতাবপুর গ্রামের জিয়াউল হকের পুত্র অটোরিক্সা চালক বেলায়েতুল ইসলাম (১৮) কে যাত্রীবেশি কতিপয় দুর্বৃত্ত হত্যা করে ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বিনন্দপুর গ্রামের পাশে বড়বিলবন্দ নামকস্থানে ফেলে যায়। পরদিন বিকেলে ঘটনাস’ল থেকে ছাতক থানা-পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় বেলায়েতুল ইসলামের পিতা জিয়াউল হক বাদী হয়ে বশির আহমদসহ একই গ্রামের মৃত গোলাম আলীর পুত্র মাহমদ আলী, মৃত আব্দুল করিমের পুত্র মনু মিয়া, মৃত আব্দুস সোবহানের পুত্র লায়েছ মিয়াসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে ছাতক থানায় একটি হত্যা মামলা (নং-১৪ তাং-১৭.০২.১৪ইং) দায়ের করেন। এর আগে মামলার এফআইআরভূক্ত আসামী একই গ্রামের তজমুল আলীর পুত্র আরিফ আলী (২৫) কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। বর্তমানে সে জামিনে মুক্ত রয়েছে।
ছাতকে চাঞ্চল্যকর বেলায়েতুল হত্যা মামলার আসামী বশির গ্রেফতার
Tuesday, May 6, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment