মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় বক্তারা গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে দলকে শক্তিশালী করতে হবে

Friday, May 9, 2014

আমাদের সিলেট ডটকম:

মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা শুক্রবার সোবহানীঘাটস’ ইব্রাহিম স্মৃতি সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের পরিচালনায় সভায় নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের সংবিধান ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে। এজন্য দলকে আরো সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। কোনো অশুভ অগণতান্ত্রিক যাতে এই ধারাকে ব্যাহত করতে না পারে তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

নেতৃবৃন্দ আরো বলেন, সমপ্রতি নারায়ণগঞ্জের একটি অনাকাঙ্ক্ষিত ও বিছিন্ন ঘটনাকে পুঁজি করে একটি স্বার্থান্বেষী মহল দেশকে অসি’তিশীল করতে পায়তারা চালিয়ে যাচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবেলায় দেশের মানুষকেও ঐক্যবদ্ধ থাকতে হবে। এছাড়া সভায় আগামী ১৫ জুনের মধ্যে সম্মেল করে মহানগরের অবশিষ্ট ১৩টি ওয়ার্ড কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং আগামী ১১ মে বাদ জোহর বীর মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীমের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে হযরত শাহজালাল (র.) এর মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল করার সিদ্ধান-ও গৃহীত হয়। দোয়া মাহফিলে সকল নেতাকর্মীকে উপসি’ত থাকার জন্য আহ্বান জানানো হয়।

সভায় বক্তব্য রাখেন- মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সিরাজ বক্স, মোশারক হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, এড. রাজ উদ্দিন, কয়েছ গাজী, তুহিন কুমার দাস, এড. মফুর আলী, হাজী সিরাজুল ইসলাম, শফিউল আলম চৌধুরী নাদেল, এটিএম হাসান জেবুল, ফয়জুল আনোয়ার আলোয়ার, বিজিত চৌধুরী, অধ্যাপক জাকির হোসেন, এড. কিশোর কুমার কর, তপন মিত্র, আজহার উদ্দিন জাহাঙ্গীর, আজাদুর রহমান আজাদ, দিবাকর ধর রাম, নুরুল ইসলাম পুতুল, জগদীশ চন্দ্র দাস, ফাহিম আনোয়ার চৌধুরী, আছমা বেগম, এড. শামসুল ইসলাম, ডা. মিফতাউল ইসলাম সুইট, প্রিন্স সদরুজ্জামান, আনোয়ার হোসেন রানা, এড. সালেহ আহমদ সেলিম, সদর উদ্দিন চৌধুরী, এড. গোলাম সোবহান চৌধুরী দীপন, এড. ফারুক আহমদ চৌধুরী, এড, প্রদীপ ভট্টাচার্য, আজম খান, জাফর চৌধুরী, আকবর আলী, আবরার আহমেদ দুলাল, সিরাজুল ইসলাম, খান, জামাল আহমদ চৌধুরী, সালেহ আহমদ চৌধুরী, জসীম উদ্দিন, শাহানারা বেগম, নাজমুল ইসলাম এহিয়া, এড. বেলাল উদ্দিন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License