আমাদের সিলেট ডটকম:
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন,সিলেটের হাকালুকি হাওরের জীব বৈচিত্র্য রক্ষা ও দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে মাছ শিকার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। শুক্রবার সকালে গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের গোয়াসপুর বাজারে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০ লক্ষ টাকা ব্যয়ে হাকালুকি হাওরের গুজিবিল পুন:খনন কার্যক্রম উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৎস অধিদপ্তর সিলেট বিভাগের উপপরিচালক এ এস এম রাশেদুল হক ও হাওর অঞ্চলে মৎস্যচাষ ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক তপন কুমার পাল ও সিলেট জেলা মৎস্য কর্মকর্তা শংকর রঞ্জন দাশ।
শিৰামন্ত্রী নাহিদ বলেন, বছরের নির্ধারিত কয়েকটি মাসে সরকার মৎস্যজীবীদের বিভিন্নভাবে সহায়তা করে থাকে। যাতে করে মাছ ধরা বিশেষ করে মা মাছ নিধন থেকে জেলেরা বিরত থাকেন। পরে মাছের আবাসস্থল ও হাওর অঞ্চলের মৎস্য চাষ ব্যবস্থাপনা প্রকল্পের মাধ্যমে হাকালুকি হাওরের জীব বৈচিত্র্য রক্ষায় মৎস্য অধিদপ্তরের অধীনে পোনামাছ অবমুক্ত করা হয়।
বক্তব্য রাখেন গোলাপগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফনিন্দ্র চন্দ্র সরকার ও মৎস্যজীবী নুরুল ইসলাম এবং উপজেলা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের নেতৃবৃন্দ।
সিলেটের হাকালুকি থেকে মা মাছ নিধন থেকে বিরত থাকার আহ্বান শিক্ষামন্ত্রীর
Friday, May 9, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment