আমাদের সিলেট ডটকম:
ভারতের ত্রিপুরা রাজ্য ঘেষা হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৩২ কিলোমিটার সীমান্তে রেড এলার্ট জারি করেছে বিজিবি। গত সোমবার থেকে সীমান্তের বিভিন্ন পয়েন্টে কঠোর নজরদারি জোরদার করা হয়েছে।
নারায়নগঞ্জের বহুল আলোচিত সেভেন মার্ডার মামরার আসামি নূর হোসেন সহ অন্য আসামীরা যাতে উলেখিত সীমান্ত পথে ভারতে পালিয়ে যেতে না পারে সেজন্য এ ব্যবস্থা নেয়া হয়েছে।
সোমবার বর্ডার গার্ড বাংলাদেশ হেড কোয়াটার থেকে সীমান্তে রেড এলার্ট জারি করা হয়েছে। বিজিবি হেড কোয়াটার নির্দেশনা দেয়ার পর মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া থেকে হরষপুর পর্যন্ত ৩২ কিলোমিটার সীমান্তে বিজিবি কঠোর সতর্ক অবস্থান নিয়ে টহল ব্যবস্থা জোরদার করেছে। যাতে নারায়নগঞ্জের বহুল আলোচিত এ মামলার আসামীদের এ দিক দিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যেতে না পারে সেজন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
শ্রীমঙ্গল ৫৫ ব্যাটালিয়ান বডার গার্ডে কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল কাজী আরমান হোসেন সীমান্তে রেড এলার্টের সত্যতা স্বীকার করে বলেন আসামীদের প্রয়োজনীয় তথ্যাদি সীমান্তে বিজিবি সদস্যদের কাছে সরবরাহ করা হয়েছে।
নারায়নগঞ্জের আসামিদের দেশ ত্যাগ ঠেকাতে মাধবপুর সীমান্তে বিজিবির রেড এলার্ট
Thursday, May 8, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment