আমাদের সিলেট ডটকম:
যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনায় দেশের অন্যান্য স্থানের ন্যায় সিলেটেও উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুর আযহা। ত্যাগের মহিমায় ভাস্বর ঈদুল আযহায় পছন্দের পশু কোরবানী দিতে ব্যস্ত দিন কাটাচ্ছেন সিলেটের সামর্থ্যবান মানুষ।
সকালে ঈদুল আযহার প্রধান জামায়াত অনুষ্ঠিত হয় প্রায় ৭ শ’ বছরের পুরণো সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগায়। লক্ষাধিক মুসল্লি এক জামাতে ঈদের নামাজ আদায় করেন এখানে। ঈদ জামাতে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা আব্দুর রহমান বিন মশাহিদ। জামাতের পূর্বে সমবেত জ নতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। অন্যান্যের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শমশের মুবিন চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীসহ অন্যরা শাহী ঈদগার বিশাল ঈদ জামাতে শরীক হন।
নামাজের আগে বয়ানে মাওলানা আব্দুর রহমান বিন মোশাহিদ পবিত্র ঈদুল আযহার শিক্ষাকে ব্যক্তি জীবনে প্রতিফলনের আহবান জানিয়ে বলেন, কোরবানীর মধ্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মুসলিমকে শিক্ষা দিয়েছেন- ভোগ বিলাসে সুখ নেই, ত্যাগেই নিহিত প্রকৃত সুখ ও কল্যাণ। তিনি বলেন, মুসলমানদের জন্য এই ঈদের আরেকটি শিক্ষা হলো- সকল ত্যাগ হবে আল্লাহর নামে। কোন ব্যক্তিকে খুশী করার জন্য বা সুনামের অধিকারী হওয়ার বাসনায় দান বা ত্যাগ দুনিয়া বা আখেরাতের জীবনে কোন কল্যাণ বয়ে আনবে না।
মেয়র আরিফুল হক চৌধুরী তার বক্তব্যে সিলেট নগরীকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে নগরবাসীর সহযোগিতা কামনা করেন। তিনি সদ্য প্রয়াত গণমানুষের কবি দিলওয়ারসহ বেশ কয়েক জন বিশিষ্ট ব্যক্তির রুহের মাগফেরাত কামনায় দোয়া প্রার্থনা করেন।
ঈদ জামাত শেষে সমগ্র মুসলিম উম্মার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সিলেটে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা শাহী ঈদগায় প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত
Wednesday, October 16, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment