মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে সিলেটের ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়া, মাইজগাঁও ও ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির এক জরুরী সভায় নতুন করে ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে মেয়াদ উত্তীর্ণ ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
উপজেলা সদরের আকুল শাহ শপিং সিটির ছাত্রলীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসার আহমদ শাহ। যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান চৌধুরী মিছলুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ফাঈম আহমদ শাহ, আশরাফুল হক এমাদ, আরিফ আহমদ, জালাল আহমদ, মিছবা হোসেন উজ্জ্বল, ফারহান সাদিক, আহবায়ক কমিটির সিনিয়র সদস্য অয়েছ আহমদ, মেহরাব হোসেন জুনেল, তোফায়েল আহমদ ইমন, নাহিদ সুলতান পাশা, রিপন আহমদ, আল-আমিন, দিপ্ত দেব।
সভায় ইউনিয়ন ছাত্রলীগকে আরো গতিশীল করার লক্ষ্যে মেয়াদ উত্তীর্ণ ফেঞ্চুগঞ্জ, মাইজগাঁও ও ঘিলাছড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে নবগঠিত দুটি ইউনিয়নসহ উপজেলার ৫ ইউনিয়নে ছাত্রলীগের কমিটি গঠনের সিদ্ধান- গৃহিত হয়।
ফেঞ্চুগঞ্জে ছাত্রলীগের ৩ ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা
Friday, October 18, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment