আমাদের সিলেট ডটকম:
সিলেটের ১৬টি আসনে মনোয়ন পত্র জমা দিয়েছেন ১৬ জন প্রার্থী। মনোয়ন জমাদানের শেষ সময় বিকেল ৫টায় জেলা রিটার্নিং অফিসার কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। ১০ম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার উদ্দেশ্যে সিলেটের ৬টি আসনে মোট ১৯ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে ৩জন ছাড়া বাকি সবাই মনোয়ন জমা দিয়েছেন।
জমাদানকারীরা হচ্ছে- সিলেট-১ (সিলেট সদর উপজেলা ও মহানগরী) আসনে আওয়ামী লীগ প্রার্থী অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, জাতীয় পার্টি প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান বাবরুল হোসেন বাবুল, জাতীয় পার্টি (মঞ্জু) মনোনীত প্রার্থী ইফতেখার আহমদ লিমন, সিলেট-২ (বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ইয়াহিয়া চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ উপজেলা পরিষদের সদ্য পদত্যাগকারী চেয়ারম্যান মুহিবুর রহমান, সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ একাংশ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী উসমান আলী চেয়ারম্যান, জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী ব্যারিস্টার হক ইমানুল হক, সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-জৈন্তাপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইমরান আহমদ, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এটিইউ তাজ রহমান ও স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমদ, সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলহাজ্ব সাব্বির আহমদ, সিলেট-৬ (গোলাপগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জাপার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সেলিম উদ্দিন।
সিলেটের ৬টি আসনে ১৬ জনের মনোয়ন জমাদান
Monday, December 2, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment