তত্ত্বাবধায়ক সরকারের অধীন ছাড়া কোন রাজনৈতিক দলই নির্বাচনে যাবে না – শাহীনুর পাশা

Saturday, October 19, 2013

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট শাহীনূরপাশা চৌধুরী বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর কোনটিই আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবেনা। সরকার কৌশলে ভোট চুরি করে নির্বাচিত হয়ে আবারো ক্ষমতায় আসতে চায়। তাদের সে স্বপ্ন বাস্তবায়ন হতে দেয়া হবেনা।

শনিবার জামালগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক সমিতির মিলনায়তন কক্ষে ছাত্র জমিয়ত জামালগঞ্জ শাখার উদ্যোগে খাদ্য বিতরণ তারবিয়তী মাফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মাওলানা শায়েখ সিদ্দিক আহমদ এর সভাপতিত্বে এবং মাছরুফ আহমদ ও তৌহিদুল ইসলাম এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখে ছাত্র জমিয়ত জামালগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আলতাবুর রহমান এবং উল্লেখযোগ্য বক্তব্য রাখেন মাওলানা হাবিবুর রহমান, ব্যারিষ্টার হামিদুল হক আফিন্দী লিটন, মাওলানা এখলাছুর রহমান, মাওলানা আক্তারোজ্জামান, মাওলানা মতিউর রহমান, মাওলানা হাম্মদ আহমদ, মাওলানা মোস-াক আহমদ মাওলানা মতিউর রহমান, মাওলানা আফছার উদ্দিন, মাওলানা আব্দুল বছির প্রমুখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License