বর্তমান সরকার জনগনের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে আন্তরিক – মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি

Saturday, October 19, 2013

সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার জনগনের প্রত্যাশা পূরনে আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্যকে সামনে রেখে জনগুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর যথাসময়ে বাস্তবায়ন করছে। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার উন্নতি শিক্ষা, স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আন্তরিক। সিলেট-৩ নির্বাচনী এলাকায় ইতোপূর্বে প্রায় ৭ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ সমাপ্ত এবং চলছে। ইনশাআল্লাহ সরকারের মেয়াদ কালের মধ্যে আরো উন্নয়ন প্রকল্প বাস-বায়ন করা হবে। তিনি আরো বলেন, উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমি এ জনপদের একজন নির্বাচিত সংসদ সদস্য হিসেবে আমার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী শনিবার ফেঞ্চুগঞ্জ উপজেলায় প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলো বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আবদুল বাছিত টুটুল, উপজেলা প্রকৌশলী জিহান আল তুহিন, সহকারী প্রকৌশলী সুহেল রানা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মিফতাহ, আবদুল হাই খসরু, মাইজগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঈন উদ্দিন আহমদ, ঘিলাছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিছবাহ উদ্দিন চৌধুরী, প্রবীণ মুরব্বী এখলাছ আলী এলাইছ, আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম সুনাম, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন খান, উত্তর কুশিয়ারা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবদুল কাইয়ুম, সমছ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিজন দেবনাথ, সাধারণ সম্পাদক আবদুল আউয়াল কয়েছ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাশার আহমদ শাহ, যুগ্ম আহবায়ক মিছলু চৌধুরী, আওয়ামী লীগ নেতা আলো চৌধুরী, রফিক উদ্দিন, বাউল শিল্পী কালা মিয়া, সাবেক মেম্বার মনির আলী, বিশিষ্ট মুরব্বী আইনুল হক, মাহবুবুর রহমান, ফয়ছল আহমদ, মাহফুজুর রহমান জাহাঙ্গীর, ওয়েছ আহমদ, মিজানুর রহমান বাবেল, হাবিবুল ইসলাম এনাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুর রহিম, আক্তার হোসেন, আবদুল আলী, নগেন্দ্র বিশ্বাস, পারভেজ আহমদ, জুলহাস আহমদ, রাসিক আহমদ, জালাল আহমদ প্রমুখ।

স’ানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৫টি ইউনিয়ন প্রকল্পের মধ্যে রয়েছে ২২ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে পশ্চিম ফরিদপুর ভায়া ফরিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কর্মদা চৌধুরী বাজার সড়ক উন্নয়ন, ১৯ লাখ ৩৫ হাজার টাকা ব্যয়ে ফরিদপুর ফায়ার স্টেশন সড়ক, ২৬ লাখ ৬২ হাজার ৯শ ৩৫টাকা ব্যয়ে ফকিরপাড়া হাটুভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভায়া ফকিরপাড়া কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় সড়ক উন্নয়ন, ৪৩ লাখ ১৬ হাজার ২শ ৩১টাকা ব্যয়ে মাইজগাঁও রেলস্টেশন ফেঞ্চুগঞ্জ কলেজ সড়ক উন্নয়ন, ৩১ লাখ ৫২ হাজার ৯শ ৮টাকা ব্যয়ে ঘিলাছড়া ইউপি অফিস (পেচাওনী) আশীঘর বাজার ভায়া শারপিংশা মোকাম সড়ক উন্নয়ন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License