দালাল থেকে দাপুটে পুলিশ এএসআই রিপন (পর্ব-৩)

Saturday, October 19, 2013

ASI-Riponআগুন চৌধুরী বিশেষ প্রতিনিধি: ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রচ্য সহ বিশ্বের প্রায় ১০০ টি দেশে জনপ্রিয় সাপ্তাহিক সুরমা টাইমস’এ শাহপরাণ থানার দূর্নীতিবাজ ও আইনের অপব্যবহারকারী, পুলিশ নামের কলঙ্ক, নব্য কনেষ্টবল থেকে এএসআই হওয়া রিপনের অপকর্মের সংবাদ আমাদের গত সংখ্যায় প্রকাশের পর একের পর এক তদবির আসতে থাকে সংবাদটি প্রকাশ বন্ধ রাখতে। বিভিন্ন রকম দালাল ধরে প্রপ্রোজাল পাঠায় সম্পাদকের কাছে। শেষে সংবাদ প্রকাশ বন্ধ করতে না পেরে সাংবাদিক সংবাদপত্র ও প্রতিবেদককে বিভিন্ন ভাবে হুমকি দিতে থাকে একের পর, এমনকি প্রতিবেদককে হয়রানী করতে নাকি সে সঙ্গে করে গাঁজার পুটলা, হেরোইন এর প্যাকেট ও একটি অত্যাধুনিক চাকু নিয়ে ঘুরে বেড়াচ্ছে প্রতিবেদককে ফাঁসানোর জন্য। পরে বিষয়টি ঐ প্রতিবেদক ঢাকা পুলিশ হের্ড কোয়ার্টাসে কর্মরত একাধিক এডিশনাল আইজিকে অবহিত করেন। এবং রিপন এর বিভিন্ন অপকর্মের স্বচিত্র প্রমান ও পত্রিকায় প্রকাশিত প্রতিবদেনগুলো আমলে নিয়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। এছাড়া শিঘ্রই সিকিউরিটি সেল থেকে একটি মনিটরিং টিম এসব দূর্নীতিবাজ কর্মকতাদের আমল নামা তদন্তে সিলেট আসছেন বলে জানান। বিভিন্ন স্থানে পত্রিকার গ্রহনযোগ্যতা নিয়ে মন্তব্য করতে ছাড়ানি রিপন। এমনকি সুরমা টাইমস’র ডিক্লারেশন বাতিল করারও ক্ষমতা রাখেন বলে জানান পুলিশের এই এএসআই।

গত সংখ্যায় দালাল থেকে দাপুটে পুলিশ শাহপরান থানার এএসআই রিপন (পর্ব-১) প্রকাশিত হলে পত্রিকা অফিসে একের পর এক আসেন ভুক্ত ভোগীরা। প্রশাসনের কাছ থেকেও আসে সুরমা টাইমস’র কাছে গুরুত্বপূর্ণ তথ্য। রিপনের কাছে হয়রানীর শিকার অনেক ছাড়াও আসে নারী কেলেংকারীর একের পর এক তথ্য। রিপন অপরাধী দমন করতে গিয়ে নিজেই জড়িয়ে পড়েছে বিভিন্ন অপরাধী চক্রের সাথে ও নারী ব্যবসার মতো জগন্য কাজে। নগরীর সব কয়টি ছিনতাই কর্মকান্ডের রিপনের যোগসূত্র রয়েছে বলে একাধিক ছিনতাকারীও অভিযোগ করেন। অনেকে আবার রিপনের সাজানো নাটকের ছিনতাই মামলা দিনের পর দিন কাঠছেন জেল।

কেচো খোড়তে সাপ! তাই সুরমা টাইমস কর্তপক্ষ সিদ্ধান্ত নিয়েছে এসকল তথ্যের আরও গভীর অনুসন্ধান করে পাঠকের কাছে তুলে ধরবে “এডমিনিসটেটিব ভায়োলেশন” এর আরও বিস্তারিত সংবাদ। তাছাড়া সুরমা টাইমস’র অনলাইন ভার্সনে হাজার হাজার পাঠকের আগ্রহের কথা বিবেচনা করে আমাদের এই ধারাবাহিকের আরও গভীর অনুসন্ধানি সংবাদ প্রকাশের সিদ্ধান্ত। চোখ রাখুন সুরমা টাইমস’র অনলাইনে ও সুরমা টাইমস্এ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License