সুরমা টাইমস রিপোর্টঃ আওয়ামীলীগের সভানেত্রী, প্রধান মন্ত্রী শেখ হাসিনার ভাষনকে সাধুবাদ জানিয়ে সিলেট নগরীতে মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। শুক্রবার রাত ৯ টায় সিলেট জেলা রেজিষ্টারী মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চৌহাট্টা পয়েন্টে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এম পি’র পরিচালনায় বক্তব্য রাখেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, জেলা সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান ও মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দীন, দপ্তর সম্পদক শামসুল ইসলাম, আজাদুর রহমান আজাদ, রঞ্জীত সরকার, সুদীপ দে, এম এ হান্নান প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, দেশকে যখন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া সংঘাত সংঘর্ষের দিকে নিয়ে যাচ্ছিলেন ঠিক সেই মুহুর্তে জননেত্রী শেখ হাসিনা সমাধানের যে পথ দেখিয়েছেন তা দেশ জাতি সকলের জন্য মঙ্গলকর। সকল দলের অংশগ্রহনে অবাধ সুষ্ট নির্বাচন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরীক এই প্রস্তাব বর্তমান সংকটের উত্তম সমাধান।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment