গত বৃহস্পতিবার নগরীর মেজর টিলা এলাকায় ছাত্রলীগ কর্মী আহত হওয়ার ঘটনার সাথে সিলেট মহানগর শিবিরকে জড়ানো তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর শাখা শিবির নেতৃবৃন্দ। একই সাথে তারা শুক্রবার নগরীর বিভিন্ন স্থান থেকে ৪ ছাত্রশিবির কর্মীকে গ্রেফতারের নিন্দা ও অবিলম্বে তাদের মুক্তির দাবী জানিয়েছেন।
জানা গেছে, নগরীর মুন্সিপাড়া, তাতিপাড়া ও শিবগঞ্জ এলাকা থেকে শুক্রবার ৪ ছাত্রশিবির কর্মীকে গ্রেফতার করে পুলিশ। তবে, তাদেরকে মেজর টিলার ঘটনায় আটক না দেখিয়ে অন্যান্য মামলায় আটক দেখানো হয়েছে।
এদিকে, শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিলেট মহানগর সভাপতি অনোয়ারুল ওয়াদুদ টিপু, সেক্রেটারী আব্দুর রাজ্জাক ও সাংগঠনিক সম্পাদক মাসুক আহমদ এক যুক্ত বিবৃতিতে একথা জানান।
নেতৃবৃন্দ বলেন, ছাত্রলীগ বরাবরই তাদের অভ্যন্তরীন কোন্দলে কারনেই বিভিন্ন সময়ে তাদের প্রতিপক্ষ গ্র্বপের সাথে সংর্ঘষে লিপ্ত হয়। এটা কোন নতুন বিষয় নয়। এর মূল কারন হচ্ছে চাঁদাবাজি, টেন্ডারবাজি, আধিপত্য ইত্যাদি। গত বৃহস্পতিবার নগরীর মেজর টিলা এলাকায় ছাত্রলীগ কর্মী আহত হওয়ার পেছনে ঠিক তেমনি কোন কারন থাকতে পারে। যার সাথে শিবিরের কোর দূরতম সম্পর্ক নেই। ইসলামী ছাত্রশিবির নৈতিক ও আদর্শবাহী ছাত্র সংগঠন। শিবিরকে সরাসরি অনৈতিক কোন কাজের সাথে জড়াতে চাইলে তো মানুষ তা কখনই বিশ্বাস করবে না, বিধায় ছাত্রশিবিরের বিরোধীরা নিজেদের মধ্যে অগঠন ঘঠিয়ে তার দায় শিবিরের উপর চাপানোর একটা মুদ্রা দোষ দেশের ছাত্র সমাজ এখন সচেতন ভাবে প্রত্যক্ষ করছে । এভাবে করে আসলে শিবিরের গ্রহন যোগ্য ও জনপ্রিয়তা কমানো সম্বব নয়। সেই সাথে কিছু গন মাধ্যম আছে যারা কোন সঠিক ভিত্তি ছাড়াই সংবাদ পরিবেশ করে জন মনে বিভান্তি তৈরী করছে । তাদেরও গ্রহন যোগ্যতার স্বার্থে আরো সচেতন হয়া উচিত। তাই ভবিষৎতে কোন সংবাদ পরিবেশনে আরো বেশী সত্যনিষ্টতা ও বস্তুনিষ্টতা বজায় উচিত।
৪ কর্মীকে গ্রেফতার ও মেজরটিলার ঘটনায় শিবিরকে জড়ানো নিন্দা ও প্রতিবাদ
Friday, October 18, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment