ওসমানীনগরে গ্রাম পুলিশের মানববন্ধন ॥ শনিবার ঢাকায় একই কর্মসূচির ডাক
আনোয়ার হোসেন আনা, ওসমানীনগর : ইউনিয়ন পরিষদ কর্মচারী চাকরি বিধিমালা ২০১১ গেজেটের আলোকে ৪র্থ শ্রেণির কর্মচারীর সমান বেতনস্কেল প্রদানসহ ৩ দফা দাবিতে বাংলাদেশ গ্রাম পুলিশ সদস্যরা সিলেটের ওসমানীনগরে মানববন্ধন করেছেন।
শুক্রবার ১৮ অক্টোবর বেলা ২টায় ওসমানীনগর থানার গোয়ালাবাজারে সিলেট-ঢাকা মহাসড়কের উপর বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের ডাকে এই কর্মসূচি পালন করা হয়। এতে সিলেট জেলার বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক গ্রাম পুলিশ অংশ নেন।
মানববন্ধনে ঘোষণাপত্র পাঠ ছাড়াও বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এম. কে আলী, সিলেট বিভাগীয় সম্পাদক ইউনুছ মিয়া, সুনামগঞ্জ জেলা সভাপতি অবনী কান্ত দেবনাথ ও হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ইউছুফ আলী জিতু।
বক্তারা অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
No comments:
Post a Comment