নতুন বার্তা, ঢাকা: রোববার ভোর ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাজধানীতে সবধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ২৫ অক্টোবর দুই দলের পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণাকে কেন্দ্র করে ডিএমপি এ ঘোষণা দেয়।
শনিবার ডিএমপি কমিশনার বেনজির আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বড় কয়েকটি রাজনৈতিক দল একই দিন সভা-সমাবেশ ডাকার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রসঙ্গত, আগামী ২৫ অক্টোবর নির্দলীয় সরকারের দাবিতে রাজধানীতে সমাবেশের ঘোষণা দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি ও ১৮ দলীয় জোট। একই দিন সরকারি দল আওয়ামী লীগও সমাবেশের ঘোষণা দিয়েছে। দুই দলের পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণাকে কেন্দ্র করে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে বিএনপির প্রতিনিধি দল ডিএমপি কার্যালয়ে গিয়ে ২৫ অক্টোবরের সমাবেশের জন্য রাজধানীর তিনটি স্থানের যেকোনোটিতে অনুমতি চেয়েছে। এর পরপরই এই নিষেধাজ্ঞার ঘোষণা এলো।
No comments:
Post a Comment