তাহিরপুরে বিএনপির দুই গ্রপে পাল্টাপাল্টি ধাওয়া আটক ২, থানায় মামলা

Friday, October 18, 2013

তাহিরপুরে বিএনপির দুই গ্রপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ বিএনপির ২ কর্মীকে আটক করেছে। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

এ ঘটনার প্রেক্ষিতে ১০ জনের নাম উলেৱখ করে এবং অজ্ঞাত আরো ১৫/২০ জনকে আসামী করে শুক্রবার বিকাল ৫টায় থানায় লুটপাট ও ভাংচুরের অভিযোগ এনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৬।

মামলাটি দায়ের করেছেন তাহিরপুর উপজেলা বিএনপির একাংশের উপজেলা যুগ্ম আহবায়ক সিজিল মিয়া।

আটককৃতরা হলেন-উত্তর শ্রীপুর ইউনিয়নের বালিয়াঘাট ইউনিয়নের তাজুত আলীর পুএ সামসু মিয়া (৫২) ও আব্দুর রাজ্জাকের পুএ আলিফ নূর (২৮)। স’ানীয়রা জানায়, গতকাল শুক্রবার দুপুরে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের নতুন বাজারে, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতিও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ রফিক চৌধুরীর পথসভাকে কেন্দ্র করে দুই গ্র্বপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। প্রায় আধ ঘন্টাব্যাপী এ ঘটনা চলার পর খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস’ল থেকে বিএনপির ২ কর্মীকে আটক করে।

এ ব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোলৱা মনির হোসেন বলেন, ঘটনাস’লে পুলিশ মোতায়ন করা হয়েছে ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License