বিরামপুর জেলা আন্দোলনকে পুঁজি করে ফায়দা নিচ্ছে এশিয়া এনার্জির দালাল
এবিএম মুছা, বিরামপুর : দিনাজপুরের বিরামপুরকে জেলা ঘোষণার দাবিতে আন্দোলন চলছে অনেকদিন ধরে। এই আন্দোলন করছেন সর্বস্তরের মানুষ; কিন্তু জনগণের আন্দোলনকে পুঁজি করে এশিয়া এনার্জির কতিপয় দালাল ফায়দা লুটছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এখানকার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এ অভিযোগ করেছেন।
দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের বিরামপুর শাখার সম্পাদক মো. মাহবুব আলম জানান, বিরামপুরের সর্বস্তরের মানুষ বিভিন্ন সময়ে জেলার দাবি সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এশিয়া এনার্জির দালালরা এসব কর্মসূচির ছবিগুলোতে কম্পিউটারে কারসাজির ব্যানার-ফেস্টুনের লেখা 'বিরামপুরে জেলা চাই' কথাটি পাল্টে 'বিরামপুরে খনি চাই' লিখে সেই সব ছবি দেখিয়ে এশিয়া এনার্জি কর্তৃপক্ষকে বুঝাচ্ছে যে, এই এলাকার লোকজন খনির জন্য আন্দোলন করছে। এভাবে তারা এশিয়া এনার্জির কাছ থেকে নানা ধরনের ফায়দা হাসিল করে।
No comments:
Post a Comment