ইষ্টকোষ্ট গ্রুফ অব কোম্পানিজ এর চেয়ারম্যান, গ্রীন ডেলটা ইনস্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান, অনারারি কনসোলার অব হাঙ্গেরী, বাংলাদেশ সরকারের এনার্জি খনিজ গ্যাস ও তেল উপদেষ্টা কমিটির সদস্য, ফিনলে কনসোলেটেড টি কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান, প্রাইম ব্যাঙ্ক লিমিটেড এর পরপর দুই বারের চেয়ারম্যান, বখতুননেছা ডায়াবেটিস সেন্টার ও মহতোসিন আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা, বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি আযম জে চৌধুরী ২৩৫- মৌলভীবাজার-২ আসন (কুলাউড়া ও কমলগঞ্জের একাংশ) থেকে আসন্ন দশম সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবেন বলে জানা গেছে।
এক সাক্ষাতকারে তিনি জোর দিয়ে বলেন, পরিবেশ অনুকুলে থাকলে তিনি স্বাধীনতার পক্ষের শক্তির প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিবেন। প্রাথমিক ভাবে তার এই সিদ্ধান্তে কথা জানিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকারের বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য থাকলেও এসব খবর প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে পৌছাচ্ছে না বিধায় বিভিন্ন ক্ষেত্রে নানা অপপ্রচারে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে।
উল্লেখ্য, আযম জে চৌধুরী কুলাউড়াবাসীর আর্থ সামাজিক উন্নয়নে দীর্ঘদিন যাবত গুরুত্বপূর্ন অবদান রেখে আসছেন। এলাকার সাধারণ মানুষ চিকিৎসা, বিবাহ ও শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিকট থেকে নিয়মিত আর্থিক সহায়তা পেয়ে আসছেন। অতি সমপ্রতি তার অর্থায়নে পৌর সদরের প্রধান সড়কের গমন ও বর্হিগমন মুখে দুটি দৃষ্টিনন্দন ভাষ্কর্য নির্মিত হয়েছে যা পর্যটকদের দৃষ্টি আকৃষ্ট করছে ও পৌরসভার মান উন্নয়নে গুরুত্বপূর্ন অবদান রাখছে।
শিল্পপতি আযম জে চৌধুরী সংসদ নির্বাচনে প্রার্থী হবেন
Saturday, October 19, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment