সিলেটে সড়ক দুর্ঘটনায় বিশ্বনাথ থানার ওসিসহ ৫ পুলিশ সদস্য আহত

Tuesday, June 17, 2014

আমাদের সিলেট ডটকম:

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন সিলেটের বিশ্বনাথ থানার ওসিসহ পাঁচ পুলিশ সদস্য।মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার লালারগাঁও দুর্ঘটনার শিকার হয় তাদের বহনকারী গাড়িটি। এতে বিশ্বনাথ থানার পরিদর্শক (ওসি) রফিকুল হোসেন, উপ-পরিদর্শক (এস.আই) টিপু ও আরও ৩ কনস্টেবল আহত হন । তবে তাদের নাম জানা যায়নি। ওসিকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস’া আশংকা মুক্ত বলে জানিয়েছেন বিশ্বনাথ থানার পুলিশ পদির্শক (তদন্ত) গৌর চন্দ্র মজুমদার। গতকাল দুপুর সাড়ে ১২টায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাঁর পূর্ব নির্ধারিত সিলেট সফর বাতিল করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সিলেটের কোম্পানীগঞ্জ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান কামালের অনুষ্ঠানে দায়িত্ব পালন করতে বিশ্বনাথ থেকে গতকাল সকাল সাড়ে ৮টায় তারা রওয়ানা হন। লালারগাঁও পৌঁছার পর পুলিশের পিকআপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে পিকআপ গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এতে গাড়িতে থাকা ওসিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। বৃষ্টির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এদিকে,দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মঙ্গলবার সিলেট সফর বাতিল করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সফর বাতিলের খবর নিশ্চিত করেছেন পুলিশ সুপার নুরে আলম মীনা। তিনি বলেন, ঢাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এই সফর বাতিল করা হয়েছে। ঢাকা থেকে বিমানযোগে প্রতিমন্ত্রীর সিলেট পৌঁছার কথা ছিল।

উল্লেখ্য, সরকারি সফরে মঙ্গলবার সিলেট আসার কথা ছিল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। তার সফর সূচিতে ছিল কোম্পানীগঞ্জ থানার নবনির্মিত্ত ভবনের ফলক উম্মোচন, সুধী সমাবেশ ও সার্কিট হাউজে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভাগীয় পর্যায়ের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে মতবিনিময়। তিনি না আসায় কর্মসূচিগুলোও বাতিল করা হয়েছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License