সংসদ নির্বাচন সর্বদলীয় সরকারের অধীনে হবে : জাতিকে জানালেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দশম জাতীয় সংসদ নির্বাচন সকল দলের সমন্বয়ে গঠিত সর্বদলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। এই সরকারের মন্ত্রীয়সভায় বিরোধীদলীয় সংসদ সদস্যরাও থাকবেন।
শুক্রবার ১৮ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী জাতীয় সংসদ নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের মন্ত্রীসভায় অন্তর্ভুক্তির জন্যে বিরোধীদলীয় সংসদ সদস্যদের নাম দিতে বিরোধীদলীয় নেতার প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি এবং বেসরকারি টেলিভিশনগুলো বাংলাদেশ টেলিভিশনের সৌজন্যে প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার করে।
শেখ হাসিনা বলেন, সকল সন্দেহ দূর করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরেপক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে মহাজোট সরকার দেশে গণতন্ত্রকে দৃঢ়ভিত্তির উপর দাঁড় করাতে বদ্ধপরিকর।
এ ব্যাপারে তিনি বিরোধীদলের সহযোগিতা কামনা করেন।
No comments:
Post a Comment