জকিগঞ্জের সংবাদপত্রসেবী মাসুক আহমদ আর নেই

Saturday, October 19, 2013



26 জকিগঞ্জের সংবাদপত্র এজেন্ট মাসুক বুক সেন্টারের মালিক পৌরশহরের কেছরী গ্রামের মৃত ছালেহ আহমদের ছেলে প্রয়াত সাংবাদিক আতিকুর রহমানের ছোট ভাই পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুক আহমদ (৫২) হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার বিকাল সাড়ে চারটায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি…………রাজিউন)।


তিনি মা, স্ত্রী, ৩ মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার বেলা ২টায় জকিগঞ্জ টাউন ঈদগাহ মাঠে জানাযা শেষে কেছরী গোরস্থানে তার দাফন সম্পন্ন হবে।


সদালাপী সংবাদপত্রসেবী মাসুক আহমদের আকষ্মিক মৃত্যুতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। মরহুমের মরদেহ রাতে বাড়িতে পৌঁছার পরপরই আত্মীয়স্বজন, সংবাদকর্মী, ব্যবসায়ী, রাজনীতিবিদসহ সর্বস্তরের মানুষ একনজর দেখার জন্য ভিড় জমান। এসময় অনেকে কান্নায় ভেঙ্গে পড়েন। এলাকায় শোকের ছায়া নেমে আসে।


তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার, উপজেলা চেয়ারম্যান শাব্বীর আহমদ, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মাসুক উদ্দিন আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাকিম হায়দর, মহিলা ভাইস চেয়ারম্যান সাজনা সুলতানা হক চৌধুরী, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ আহবায়ক আনোয়ার হোসেন, সাবেক পৌর মেয়র ইকবাল আহমদ, সুপ্রীম কোর্টের আইনজীবি মোস্তাক আহমদ, জকিগঞ্জ-কানাইঘাট বিএনপির সমন্বয়ক মামুনুর রশিদ মামুন, শিল্পপতি সাইফুদ্দিন খালেদ, সিলেট প্রেসক্লাব সভাপতি আহমেদ নুর, সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস, জেলা প্রেসক্লাব সভাপতি আজিজ আহমদ সেলিম, সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ, বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান শাহ দিদার আলম নবেল, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম.এ মালেক চৌধুরী, সহসভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক আবুল খায়ের চৌধুরী, কানাইঘাট প্রেসক্লাব সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, সাংবাদিক বদরুল হক খসরু, শ্রীকান্ত পাল, এখলাছুর রহমান, কে এম মামুন, অপূর্ব পাল, এনামুল হক মুন্না, রহমত আলী হেলালী, আহমেদুল হক চৌধুরী বেলাল, রিপন আহমদ, মোরশেদ আলম লস্কর, আল হাছিব, জকিগঞ্জ বণিক সমিতির সভাপতি আব্দুল ওয়াদুদ চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এমএজি বাবর, নাসিম আহমদ, ফারুক আহমদ, আব্দুল আহাদ, পৌর বিএনপির সভাপতি বদরুল হক বাদল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গির শাহ চৌধুরী হেলাল, সাবেক সাধারণ সম্পাদক এড. কাওছার রশিদ বাহার, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, পৌর যুবলীগ সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আব্দুস শহীদ, যুবদল সভাপতি শফিকুল হক, সাধারণ সম্পাদক মাসুক আহমদ, স্বেচ্চা সেবকদল আহবায়ক হাসান আহমদ, আব্দুল জলিল, তালামীয সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, জোবায়ের আহমদ উপজেলা ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন, কলেজ ছাত্রলীগ নেতা আব্দুর রহমান জীবনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। – See more at: http://sylhetview24.com/2013/oct/19/26.php#sthash.GVaZW9Em.dpuf





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License