লন্ডনে বাংলাদেশ ডেমোক্রেসি ফোরামের আলোচনা সভা

Friday, October 18, 2013

আমাদের সিলেট ডটকম:

‘বাংলাদেশে আইনের শাসনের অনুপস্থিতি, বিরোধী দমন ও প্রহসনের নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারী বাকশাল প্রতিষ্ঠার ষড়যন্ত্রের প্রতিরোধে জাতির করনীয়’ শীর্ষক এক সেমিনার বাংলাদেশ ডেমোক্রেসী ফোরামের উদ্যোগে ১৩ অক্টোবর রোববার পূর্ব লন্ডনের ব্লুমন সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত। সংগঠনের আহবায়ক মেজর (অব:) ফারুক আহমেদ এর সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সচীব ব্যারিস্টার আলীমুল হক লিটন এবং দুঃশাসন ও আগ্রাসন বিরোধী আন্দোলনের সভাপতি এস এম আহমেদ আজাদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় আগামী নির্বাচনকে ঘিরে বাংলাদেশের যে সংর্ঘষের সম্ভাবনা দেখা দিয়েছে তার উপর মুল প্রবন্ধ উপস’াপন করেন ফোরামের প্রধান অতিথি ড. কে এম এ মালিক। আইনগত বিষয়ে মূল প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নাজির আহমেদ। অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের চলমান সংকট নিরসনে ক্ষমতাসীন ও বিরোধী দলকে একত্রিত হয়ে সমাধানের উপায় বের করতে আহবান জানান। তবে আওয়ামী সরকার যদি এককভাবে নির্বাচন অনুষ্ঠিত করে ক্ষমতা কুক্ষিগত করতে চায় তাহেল তেমন প্রহসনের নির্বাচন প্রতিরোধ করতে গণতন্ত্রকামী সকল দেশবাসীকে তীব্র প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বিএনপির আন-র্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, প্রফেসর মামনুর মোরশেদ, প্রাবন্ধিক জগলুল হোসেন, যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস, যুক্তরাজ্য বিএনপির সাবেক আহবায়ক এমএ মালেক এবং সাবেক সাধারন সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি আব্দুল হামিদ, লেখক এমরান চৌধুরী, সাবেক ছাত্র নেতা নসরুল্লহ খান জুনায়েদ, যুক্তরাজ্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক ব্যারিস্টার তমিজ উদ্দিন ও সিনিয়র সহসভাপতি ব্যরিস্টার আবুল মনসুর শাজাহান, ব্যারিস্টার মো. ইকবাল, পলাশ সেবা গ্রুপ সভাপতি শেখ ফারুক আহমেদ, এডভোকেট আনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন দিলু, এডভোকেট আবুল হাসনাত, ব্যারিস্টার আহমেদ সগীর, নাগরিক দৃষ্টিকোনের প্রতিষ্ঠাতা সাংবাদিক আবু সুফিয়ান, লন্ডন মহানগর জাসাস সভাপতি বদরুল ইসলাম, তৌফিক চৌধুরী, এম মামুন শিকদার, আমীনুর রশীদ, বেডফোর্ডশায়ারের বিএনপি নেতা সোহেল আহমেদ ও বিএনপি নেতা এম এ কাদির প্রমুখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License