জেলা ও মহানগর আ’লীগের যৌথ জরুরী সভা – যুদ্ধাপরাধীদের প্রেতাত্মাদের সর্বাবস্থায় প্রতিহত করা হবে

Friday, October 18, 2013

আমাদের সিলেট ডটকমঃ

সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের এক জরুরী সভায় সাম্প্রতিককালে সিলেটে ‘জামাত-শিবিরের সন্ত্রাসী তান্ডব আর চোরাগুপ্তা হামলার বির্বদ্ধে’ চরম হুশিয়ারী উচ্চারণ করে বলা হয়েছে, এখন থেকে মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের প্রেতাত্মাদেরকে সর্বাবস্থায় প্রতিহত করা হবে। এই জামাত-শিবির চক্র সিলেটের শান্তি-সম্প্রীতির রাজনৈতিক ঐতিহ্যকে বারবার বিনষ্ট করেছে। তারা ভীর্ব কাপুরুষের মতো ছাত্র-যুবকদের উপর চোরাগুপ্তা হামলা করে প্রমাণ করেছে তারা ৭১ এর পরাজিত শক্তি আলবদর-রাজাকারদের বংশধর।

সভায় শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি অঞ্জন রায়, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা রাসেল আহমদ এবং যুক্তরাজ্য যুবলীগ নেতা কাবুল আহমদের উপর ‘জামাত-শিবির সন্ত্রাসীদের ঘৃণ্য হামলার’ তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন তাদের রক্তের বদলা নিতে সিলেটের আওয়ামী পরিবার প্রস’ত।

সভায় ‘বিএনপি ঘোষিত দা,কুড়াল নিয়ে দেশের শান্তিপ্রিয় জনগণের বির্বদ্ধে কথিত যুদ্ধ ঘোষনার’ তীব্র নিন্দা জানিয়ে বলা হয়, এ থেকেই বুঝা যায় বিএনপি জনগণের রায়ে বিশ্বাস করে না। সভায় বিএনপি-জামাতের সম্ভাব্য নৈরাজ্যের বিরুদ্ধে আওয়ামীলীগের সর্বস্তরের নেতা-কর্মী সহ দেশের সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে তীব্র প্রতিরোধ গড়ে তোলতে উদাত্ত আহ্বান জানানো হয়।

সভায় আগামী ২০ অক্টোবর রোববার বিকেল ৪টায় জেলা পরিষদ মিলনায়তনে জেলা ও মহানগর আওয়ামীলীগের যৌথ কর্মী সভায় সর্বস্তরের নেতা-কর্মীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়।

সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এমপি, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মাহমুদ-উস-সামাদ চৌধুরী এমপি, আশফাক আহমদ, এড. মফুর আলী, দেওয়ান কয়েস গাজী, মুক্তিযুদ্ধা আব্দুল খালিক, এড. নিজাম উদ্দিন, বিজিত চৌধুরী, অধ্যৰ সুজাত আলী রফিক, এড. নাসির উদ্দিন খান, এড.শাহ মোশাহিদ আলী, এটিএম হাসান জেবুল, এড. খোকন কুমার দত্ত, তপন মিত্র, এড.শেখ মকলু মিয়া, এড.শামসুল ইসলাম, হাজী রইছ আলী, এড.মাহফুজুর রহমান, আব্দুর রহমান জামিল, জগদীশ চন্দ্র দাস, এড.সৈয়দ শামীম আহমদ, নাজনীন হোসেন, আজহার উদ্দিন জাহাঙ্গীর, এড.রনজিত সরকার, কবির উদ্দিন আহমদ, আজাদুর রহমান আজাদ, দিবাকর ধর রাম, জুবের খান, এমাদ উদ্দিন মানিক, প্রিন্স সদর্বজ্জামান, ডাঃ আরমান আহমদ শিপলু, ডাঃ মিফতাউল হুসেন সুইট, জগলু চৌধুরী, এড.গোলাম সোবহান চৌধুরী দীপন, নুর্বল আমিন, অধ্যৰ শামসুল ইসলাম, আজিজুল হক মঞ্জু, আব্দুল হাসিব মনিয়া, এড.বদর্বল ইসলাম জাহাঙ্গীর, এ আর সেলিম, সৈয়দ মিসবাহ উদ্দিন, হাজী মইনুল ইসলাম, সামসুন্নাহার মিনু, জাফর আহমদ চৌধুরী, শামীম রশীদ চৌধুরী, শামীম আহমদ, সুদীপ দে, খন্দকার মহসিন কামরান, মুশফিক জায়গীরদার, রাহাত তরফদার, এমরুল হাসান প্রমুখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License