প্রধানমন্ত্রীর ভাষণের প্রতিক্রিয়া – সর্বদলীয় সরকার প্রধান কে হবেন তা স্পষ্ট নয়: জাপা

Saturday, October 19, 2013

নতুনবার্তা,ঢাকা: শুক্রবার জাতির উদ্দেশে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণকে ‘যথেষ্ট নয়’ ও বক্তব্য ‘আরো স্পষ্ট’ হওয়া দরকার ছিল বলে মন্তব্য করেছে জাতীয় পার্টি।


শনিবার দুপুরে বনানীতে জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রাজনৈতিক কার্যালয় ‘রজনীগন্ধাতে’ পার্টির জরুরি প্রেসিডিয়ামের বৈঠক শেষে এ কথা জানান মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার।


এসময় উপস্থিত ছিলেন এরশাদের রাজনৈতিক উপদেষ্টা জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও জাপা মুখপাত্র কাজী ফিরোজ রশিদ।


ব্রিফিংয়ে রুহুল আমীন হাওলার বলেন, “প্রধানমন্ত্রীর ভাষণে সর্বদলীয় সরকার প্রধান কে হবেন তা পরিষ্কার নয়, জাতীয় সংসদ থাকবে কি না, থাকলে লেবেল প্লেয়েইং হবে কি না তা তিনি পরিষ্কার করেননি।”


তাছাড়া সর্বদলীয় সরকারের রূপরেখা কী হবে তাও তিনি পরিষ্কার করে বলেনি।


সংবাদ সম্মেলনে জাপা মহাসচিব প্রধানমন্ত্রীকে এসব বিষয় স্পষ্ট করার আহ্বান জানান।


তাহলে আপনারা এর মাধ্যমে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করলেন কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে জাপা মহাসচিব বলেন, “ ধৈর্য ধরেন, পরে জানানো হবে।”


এর আগে দুপুর সোয়া ১২টা থেকে একটা পর্যন্ত জররি প্রেসিডিয়াম বৈঠক করেন এরশাদ।


বৈঠকে উপস্থিত ছিলেন বেগম রওশন এরশাদ, সাবেক প্রধানমন্ত্রী ও জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ, প্রেসিডিয়াম সদস্য ও বাণিজ্যমন্ত্রী জিএম কাদের, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, মোস্তফা জামাল হায়দার, কাজী ফিরোজ রশিদ, অব. ব্রিগেডিয়ার মাহমুদ হাসান, সৈয়দ আবু হোসেন বাবলা, এসএমএম আলম, এম এ হান্নান, গোলাম কিবরিয়া টিপু, ফকির আশরাফ, এম এ মান্নান এমপি, অধ্যাপক দেলোয়ার হোসেন, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, নূর-ই-হাসনা লিলি চৌধুরী, গোলাম মসীহ, আতিকুল ইসলাম আতিক, তাজুল ইসলাম চৌধুরী, আহসান হাবিব লিঙ্কন, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি প্রমুখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License