সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের ইসমাইলছক গ্রাম থেকে এক স্কুল শিক্ষার্থীর ঝুলন- লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে বসত ঘরের তীরের সাথে গলায় ওড়না পেচানো লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত তরুণী ওই গ্রামের আরজু মিয়ার মেয়ে খাদিজা আক্তার মৌসুমী (১৬)। সে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে।
পুলিশ ও তরুনীর আত্মীয় স্বজনরা জানান, গতকাল শুক্রবার সকালেও পরিবারের লোকজনের মধ্যে পারিবারিক কলেহের সৃষ্ঠি হয়। যে কারণে পরিবারের লোকজনের অলক্ষ্যে গলায় ওড়না পেচিয়ে ওই তরুণী আত্মহত্যা করে। তবে তরুনীর মামা মামুন মিয়া দাবী করেন, মেয়েটিকে শ্বাস রোধ করে পরিবারের লোকজন হত্যা করেছে। এঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করবেন।
জগন্নাথপুর থানার উপ-পরির্দশক এস.আই খলিলুর রহমান জানান, পুলিশ ময়না তদন্তের জন্য লাশ সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠাবে আজ। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে মেয়েটি আত্মহত্যা করেছে।
জগন্নাথপুরে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
Friday, October 18, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment