ব্রিটেনের কার্ডিফ শহরে ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যে ঈদুল আজহা উদযাপিত
রকিব মনসুর, কার্ডিফ, ব্রিটেন : ব্রিটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের মুসলিম কমিউনিটি যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছে।
ফজরের নামাজের পর থেকেই মুসল্লিরা স্থানীয় মসজিদগুলোতে দলে দলে সমবেত হতে থাকেন। ঈদের নামাজের পর মুসলিম উম্মাহর সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত হয়।
কার্ডিফের ঐতিহ্যবাহী শাহজালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারেল সেন্টারে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত প্রথম ঈদ জামাতে ইমামতি করেন খতিব মো. বদরুল হক। দ্বিতীয় জামাতে ইমামতি করেন ক্বারী শাহ মো. তসলিম।
জালালিয়া মসজিদে সকাল ৯টায় অনুষ্ঠিত প্রথম জামাতে ইমামতি করেন খতিব হাফিজ মোহাম্মদ বশির উদ্দিন। দ্বিতীয় জামাতে ইমামতি করেন মাওলানা আসাদুল হক।
নামাজের আগে মুসল্লিদের উদ্যেশ্যে বক্তব্য রাখেন শাহজালাল মসজিদ কমিটির সেক্রেটারি মনসুর আহমদ মকিস ও জালালিয়া মসজিদ কমিটির সেক্রেটারি লিয়াকত আলী।
No comments:
Post a Comment