২৫ অক্টোবর কোর্ট পয়েন্টে ১৮ দলের সমাবেশ

Monday, October 14, 2013

এক দলীয় নির্বাচন প্রতিরোধ, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ও ব্যর্থ সরকারের পদত্যাগের দাবীতে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে ভোট কেন্দ্র ভিত্তিক সর্বদলীয় সংগ্রাম কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন ১৮ দলীয় জোট সিলেট মহানগর নেতৃবৃন্দ। আগামী ২২ অক্টোবর-এর মধ্যে সিলেট মহানগরের সকল ওয়ার্ডের কেন্দ্র ভিত্তিক সংগ্রাম কমিটি গঠনের লক্ষ্যে ৯ টি সমন্বয় কমিটি গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে ১৮ দলীয় জোট মহানগর নেতৃবৃন্দকে সমন্বয় কমিটিতে অন-র্ভুক্ত করা হয়। কেন্দ্র ভিত্তিক সংগ্রাম কমিটির উদ্যোগে আগামী ২৫ অক্টোবর বেলা ২ টায় নগরীর কোর্ট পয়েন্টে সমাবেশ পালন করার সিদ্ধান- নেয়া হয়। সমাবেশ সফল করতে জোটভুক্ত দলসমূহের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন মহানগর জোট নেতৃবৃন্দ।

সোমবার রাতে ১৮ দলীয় জোট সিলেট মহানগরের এক জরুরী সভায় উপরোক্ত সিদ্ধান্ত সমূহ গ্রহণ করা হয়। ১৮ দলীয় জোট সিলেট মহানগর আহবায়ক আলহাজ্ব এম.এ. হক-এর সভাপতিত্বে তাঁর যতরপুরস’ বাসভবনে এবং মহানগর জোট-এর সদস্য সচিব ও নগর জামায়াতের নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন-এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকি, সিনিয়র সহ-সভাপতি নাসিম হোসাইন, সহ-সভাপতি বদরুজ্জামান সেলিম ও তারেক আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, সহ-দপ্তর সম্পাদক ওমর আশরাফ ইমন, বিএনপি নেতা এডভোকেট হাবিবুর রহমান হাবিব, মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ডা. সায়েফ আহমদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারী মো. ফখরুল ইসলাম, মহানগর জমিয়তের সভাপতি মাওলানা মনছুরুল হাসান রায়পুরী, সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, খেলাফত মজলিস সিলেট মহানগর সহ-সভাপতি আব্দুল হান্নান তাপাদার, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম হাসান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মখলিছুর রহমান, জাগপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি মকসুদ হোসেন, মহানগর আহবায়ক আব্দুল মোতাওয়াল্লী ফলিক, ইসলামী ঐক্যজোট মহানগর সভাপতি মুফতি ফয়জুল হক জালালাবাদী, লেবার পার্টির মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, এলডিপি জেলা সভাপতি সায়েদুর রহমান চৌধুরী রূপা প্রমুখ।

সভায় কেন্দ্র ভিত্তিক সংগ্রাম কমিটি গঠনের ব্যাপারে বিস-ারিত আলোচনা শেষে প্রয়োজনীয় সিদ্ধান- গ্রহণ করা হয়। ২২ অক্টোবরের ভেতরে মহানগর-এর সকল ওয়ার্ডে কেন্দ্র ভিত্তিক সংগ্রাম কমিটি গঠনের সিদ্ধান- নেয়া হয়। এ লক্ষ্যে মহানগর জোট নেতৃবৃন্দকে নিয়ে গঠিত হয় ৯ টি সমন্বয় কমিটি। উক্ত কমিটি ২২ অক্টোবরের মধ্যেই সকল কেন্দ্র কমিটি গঠন করবেন। সকল কমিটির উদ্যোগে ২৫ অক্টোবর বেলা ২ টায় নগরীর কোর্ট পয়েন্টে সমাবেশ পালনের সিদ্ধান- গ্রহণ করা হয়। সমাবেশ সফল করতে জোটভুক্ত দলসমূহের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়।

এদিকে সভায় সর্বসম্মতিক্রমে সদ্য প্রয়াত সিলেটের ৩ কৃতি সন-ান-গণমানুষের কবি দিলওয়ার, ভাষাসৈনিক অধ্যাপক আবুল বশর ও বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডা: আখতার হোসেইন এর মৃত্যুতে একটি শোক প্রস-াব গৃহিত হয়। এই গুণীজনদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন-প্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। মরহুম এই গুণীজনদের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মনছুরুল হাসান রায়পুরী।

সভায় নেতৃবৃন্দ বলেন, সরকার পরিকল্পিতভাবে দেশকে গভীর সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। সংসদ চালু রেখে একদলীয় নির্বাচন করার আওয়ামী খায়েশ জনগণ পুরণ হতে দিবে না। তত্ত্বাবধায়ক পুনর্বহাল ও সরকারকে পদত্যাগে বাধ্য করতে পাড়ায়-মহল্লায় সর্বত্র দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। ১৮ দলীয় জোটকে বাইরে রেখে দেশে যে কোন নির্বাচন প্রতিহত করতে ভোট কেন্দ্র ভিত্তিক সংগ্রাম কমিটি অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে। সরকারকে অনিবার্য সংঘাত ঠেকাতে গণতন্ত্রের পথে ফিরে আসার আহবান জানান তারা। অন্যথায় দেশে সৃষ্ট যে কোন অনাকাংখিত পরিসি’তির দায়ভার সরকারকেই বহন করতে হবে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License