আগৈলঝাড়ার শিক্ষিকা শারমিন হত্যাকারীর ফাঁসির রায় কার্যকর হয়নি দুবছরেও
অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া : বরিশালের আগৈলঝাড়া উপজেলার স্কুল শিক্ষিকা শারমিন আক্তারের হত্যাকারী হিসেবে ফাঁসির সাজাপ্রাপ্ত একমাত্র আসামি বখাটে আবুল গোমস্তার ফাঁসির রায় দুবছরেও কার্যকর না হওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উপজেলার কালুপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা সরদার শাহজাহানের মেয়ে পূর্ব সুজনকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শারমিন আক্তারকে (সুমু) প্রেম নিবেদনে ব্যর্থ হয়ে ২০১১ সালের ১২ অক্টোবর স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে হত্যা করে বখাটে আবুল গোমস্তা। সে শিহিপাশা গ্রামের আকু চৌকিদারের ছেলে। এ ঘটনায় শারমিন আক্তারের পিতা বাদি হয়ে থানায় হত্যা মামলা করেন।
একই বছরের ২৬ ডিসেম্বর আগৈলঝাড়া থানার এসআই আলী আহম্মেদ আবুল গোমস্তাকে দোষী সাব্যস্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
হত্যাকাণ্ডের ১৭৭ দিনের মধ্যে ২০১২ সালের ৯ এপ্রিল বরিশাল জেলা ও দায়রা জজ একেএম সলিমুল্লাহ আবুল গোমস্তাকে ফাঁসির আদেশ দেন। এই রায়ের বিরুদ্ধে তার পরিবার ২০১২ সালের ১৬ এপ্রিল উচ্চ আদালতে আপিল করে; কিন্তু এখন পর্যন্ত আপিলটি নিষ্পত্তি হয়নি।
No comments:
Post a Comment