হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জে বিচারক সংকট সমাধানের দাবিতে হবিগঞ্জের ৫ শতাধিক আইনজীবী কর্মবিরতি, বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশে করেছেন। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে প্রধান সড়কে সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন,
গণতন্ত্রের মূল ভিত্তি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। তাই জেলার ২১ লাখ জনগণের ন্যায় বিচারের স্বার্থে বিচারক সংকট সমাধান, শূন্যপদে বিচারক নিয়োগ ও শূন্যপদে প্রবীণ আইনজীবীদের নিয়োগদানের দাবি জানানো হয়। অন্যথায় আইনজীবীরা কঠোর আন্দোলনের হুঁশিয়ারী উচ্চারণ করেন। হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আফতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন এডভোকেট ছালেহ উদ্দিন আহমেদ, এডভোকেট আরিফ চৌধুরী, এডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন। বক্তারা জানান, হবিগঞ্জ জজশিপে ও চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৩৬ হাজার মামলা বিচারাধীন রয়েছে। তারা আরও জানান, ১৬ জন বিচারকের মধ্যে মাত্র ৫ জন বিচারক রয়েছেন। যে কারণে জেলায় ২০ থেকে ৩০ বছরের পুরোনো মামলাও নিষ্পত্তি হয়নি।
No comments:
Post a Comment