আওয়ামী লীগের বিলবোর্ড নামিয়ে ফেলছে মিছিলকারীরা

Friday, October 25, 2013

মানবজমিন,ঢাকা : রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বিবরণ সংবলিত বিলবোর্ড নামিয়ে ফেলছে সমাবেশে আসা বিএনপির কর্মীরা। মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন স্থান থেকে সোহরাওয়ার্দি উদ্যানের সমাবেশেষ আসার পথে তারা এ ঘটনা ঘটায়। মৎস ভবনের সামনে, রমনা পার্ক এবং সমাবেশ স্থলের আশপাশের বিভিন্ন বিলবোর্ড ছিঁড়ে ফেলতে দেখা গেছে। পাশে থাকলেও এ সময় বিপুল মানুষের মধ্যে নিরব দর্শকের ভূমিকায় অবস্থান করে পুলিশ। এদিকে খালেদা জিয়ার সমাবেশের উদ্দেশ্যে দুপুরের আগেই সোহরাওয়ার্দি উদ্যানে লাখ মানুষ জমায়েত হয়েছে। নিরাপত্তার কারণে এক একজন করে লোক সেখানে ঢোকানো হচ্ছে। তবে সমাবেশে যোগ দিতে আসা মানুষের ভিড়ে ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউট থেকে মৎসভবন পর্যন্ত এলাকা লোকারণ্য হয়ে পড়েছে। সকালে বৃষ্টি হওয়ায় সমাবেশ স্থল কিছুটা কর্দমাক্ত হয়ে পড়েছে। বৃষ্টি ও কাঁদা উপেক্ষা করেই কর্মীরা আসছেন খালেদা জিয়ার বক্তব্য শুনতে। বিভিন্ন মোড়ে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আগে থেকেই রাজপথ দখলের ঘোষণা দিলেও ১৮ দলের সমাবেশের আশপাশের এলাকায় আওয়ামী লীগের কর্মীদের দেখা যায় নি। বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় আওয়ামী লীগ ও তার বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান করছেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License