আমাদের সিলেট ডটকম:
সিলেটে ১৮ দলের সমাবেশে নিজেদের দলীয় শ্লোগান নিয়ে এগিয়েছিল শিবির। তাদের মুর্হূমুহূ শ্লোগানের কারণে প্রায়ই বাধাগ্রস্ত হচ্ছিল সমাবেশের কার্যক্রম।
গতকালবিকেলে নগরীর কোর্ট পয়েন্টে ছাত্রশিবিরের একাধিক মিছিল নিয়ে যোগ দেয় দলটির নেতাকর্মীরা। এক পর্যায়ে তারা এক জোট হয়ে শুধুমাত্র ‘শিবির শিবির’ শ্লোগান দিতে থাকে। এ সময় মঞ্চে বক্তৃতারত নেতাদের বক্তৃতায় বিঘ্ন ঘটতে থাকে। বিশেষ করে মহানগর ছাত্রশিবিরের সভাপতি আনোয়ারুল ওয়াদুদ টিপু বক্তব্যে উঠলে কয়েক মিনিট ধরে ‘শিবির শিবির’ শ্লোগান চলতে থাকে। এ সময় ছাত্রদল কর্মীরাও ‘ছাত্রদল ছাত্রদল’ বলে শ্লোগান দিতে থাকে।
এক পর্যায়ে সমাবেশের সভাপতি কোন দলীয় শ্লোগান থেকে বিরত থাকার জন্য উপস্থিত সকল দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান। তিনি বলেন, শ্লোগান হবে শুধু ১৮ দলের নামে। কিন্তু এরপরও সমাবেশের পুরোটা সময় যখনই সুযোগ পাওয়া গেছে ‘শিবির শিবির’ শ্লোগানে প্রকম্পিত করে তুলে ছাত্রশিবির কর্মীরা।
শ্লোগানে এগিয়ে ছিল শিবির
Saturday, October 26, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment