কানাইঘাটে বিএনপি ও অঙ্গসংগঠনের ৭০ নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের ॥ গ্রেফতার ৫

Saturday, October 26, 2013

গত শুক্রবার রাতে কানাইঘাট উপজেলার সড়কের বাজারে থানা পুলিশের হাতে আটক স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের ৫ নেতা-কর্মীর বিরুদ্ধে কানাইঘাট থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে সোপর্দ করেছে পুলিশ।

গত শুক্রবার বাদ মাগরিব সড়কের বাজারে স্থানীয় দিঘীরপার ইউপি বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কের বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলশেষে রাত ৮টার দিকে সিলেটের এডিশনাল পুলিশ সুপার ইব্রাহিম খানের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ বাজারের শাহপরান রেস্টুরেন্টে হানা দিয়ে এর মালিক, দিঘীরপার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কুতুব উদ্দিন মেম্বার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ জামান, যুবদলের সাংগঠনিক সম্পাদক কুতুব আহমদ, শ্রমিকদলের সভাপতি মানিক উদ্দিন ও ছাত্রদল কর্মী আব্দুল কাদিরকে আটক করে। পরবর্তীতে গ্রেফতারকৃত ৫জনসহ অজ্ঞাতনামা আরো ৬০-৭০ জনকে আসামী করে গত শুক্রবার রাতে পুলিশ দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করে। স’ানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অভিযোগ করে বলেন, শুক্রবার সন্ধ্যার পর স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা শানি-পূর্ণ মিছিল করার পরও স’ানীয় সাবেক এক ছাত্রলীগ নেতা ও আ’লীগের একজন প্রভাবশালী নেতার ইন্ধনে পুলিশ নিরীহ নেতা-কর্মীদের হয়রানী করার লক্ষ্যে দ্রুত বিচার আইনে মামলা করেছে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সড়কের বাজারে লাঠি-সোটা নিয়ে মারমুখী মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টি করায় উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে গ্রেফতারকৃত ৫জনসহ অজ্ঞাতনামা ৬০-৭০জনকে আসামী করে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে। মামলার খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে চাঁপা ক্ষোভ বিরাজ করছে। যেকোন সময় এ মামলার ঘটনাকে কেন্দ্র করে সড়কের বাজার এলাকায় সংঘর্ষের আশংকা রয়েছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License