আমাদের সিলেট ডটকম:
প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভুমি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে চালু হয়েছে একটি পাঁচ তারকা হোটেল এ্যান্ড রিসোর্ট। বিলাসবহুল এ হোটেলের নাম গ্রান্ড সুলতান টি রিসোর্ট এ্যান্ড গলফ। এক্সার্শন অ্যান্ড রিসোর্ট বাংলাদেশ লিমিটেড আন্তর্জাতিক মানের এই হোটেল ও রিসোর্টটি নির্মাণ করছে।
শুক্রবার বিকেল ৪ ঘটিকায় প্রাথমিক উদ্বোধন উপলক্ষে অয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের চেয়ারম্যান খাজা টিপু সুলতান জানান, ২শত ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে এ হোটেল। এটি চালু হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৫শ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এ ছাড়া দেশের পর্যটনশিল্পের বিকাশে এ রিসোর্ট উল্লেখযোগ্য অবদান রাখবে বলে তাঁরা আশা করছেন। এটি পূর্নাঙ্গ ভাবে ডিসেম্বরের শেষ দিকে চালু হবে।
মৌলভীবাজার জেলা শহর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের পাশে রাধানগর পাহাড়ে চা-বাগান ও বনাঞ্চলে শোভিত মনোমুগ্ধকর এক প্রাকৃতিক পরিবেশে এ রিসোর্টটি গড়ে তোলা হয়েছে। এটাই জেলার পর্যটন খাতে বেসরকারি উদ্যোগে সবচেয়ে বড় বিনিয়োগ।
প্রায় ১৪ একর জমির ওপর রিসোর্টটি নির্মিত হচ্ছে। নয় তলাবিশিষ্ট এ হোটেলে ২০টি প্রেসিডেন্সিয়াল স্যুটসহ ১৪৫টি অত্যাধুনিক কক্ষ থাকবে। এর পাশেই গড়ে তোলা হচ্ছে চারতলা সার্ভিস বিল্ডিং।
রিসোর্টটিতে থাকবে তিনটি রেস্তোরাঁ, তিনটি সম্মেলন কক্ষ, বল রুম ও মিনি থিয়েটার হল। এ ছাড়া থাকছে ১৫০ ফুট দীর্ঘ সুইমিং পুল, ৩৫০ ফুট দীর্ঘ কৃত্রিম হ্রদ, চা বাগান, নাইন হোল গলফ কোর্স।
এ ছাড়া এ হোটেল আগত দেশী বিদেশী পর্যটকদের লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেইক, মাধবকুন্ড জলপ্রপাত, হামহাম জলপ্রপাত, হাকালুকি হাওর, হাইল হাওর, বাইক্কাবিল, চা বাগান, কমলা বাগান, আনারস ও লেবু বাগান সহ প্রাকৃতিক নানা রুপের দৃশ্য অবলোকনের ব্যবস্থা থাকবে।
মৌলভীবাজারে পাঁচ তারকা হোটেলের প্রাথমিক উদ্বোধন
Saturday, October 26, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment