আমাদের সিলেট ডটকম:
সিলেটে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে ১৮ দলের ডাকা ৬০ ঘন্টার হরতাল। নগরীর সিটি পয়েন্টে অবস্থান নিয়েছেন ১৮ দলের নেতাকর্মীরারা। নগরীতে বিপুল সংখ্যক র্যাব ও পুলিশের পাশাপাশি ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তবে, শেষ খবর পাওয়া পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সকালে নগরীর জিন্দাবাজার থেকে মিছিল নিয়ে ১৮ দলের নেতাকর্মীরা কোর্ট পয়েন্টে অবস্থান নেয়ার চেষ্টা করলে পুলিশ মিছিলটির গতিরোধ করে ফিরিয়ে দেয়।
পরে ১৮ দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে চৌহাট্টাস্থ শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে অবস্থান নেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষ পুণরায় মিছিল নিয়ে এসে সিটি পয়েন্টে অবস্থান নেন তারা। সিলেট জেলা বিএনপির সহ সভাপতি দিলদার হোসেন সেলিম, মহানগর বিএনপির সভাপতি এমএ হক, সহ সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী, সিলেট মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ডা. সায়েফ আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সিলেট মহানগর লেবার পার্টির সভাপতি মাহবুবুল হক খালেদসহ অন্যরা অবস্থান নিয়েছেন।
এদিকে, সকাল থেকে নগরীর প্রায় প্রতিটি মোড়ে বিপুল সংখ্যক পুলিশ, দাঙ্গা পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবি’র দুই প্লাটুন সদস্যও নগরীতে গাড়ীযোগে টহল দিচ্ছেন।
নগরীর দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও উত্তর সুরমা বাস স্ট্যান্ড থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। তবে, ট্রেন চলাচল স্বাভাবিক আছে। নগরীর সকল মার্কেট ও দোকানপাট বন্ধ রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নগরীর কোথাও বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সিলেটে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে ১৮ দলের ডাকা ৬০ ঘন্টার হরতাল
Saturday, October 26, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment