বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
বিশ্বনাথে মুক্তিপণের জন্যে আবিদা নামের এক ছাত্রীকে বাথরুমে আটকে রাখার অপরাধে গ্রীণবার্ড একাডেমীর প্রিন্সিপাল শাহ গিলমান আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। গিলমান সুনামগঞ্জের ছাতক উপজেলার শিমুলতলা গ্রামের মৃত আব্দুল কদ্দুছের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ওই প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন।
গতকাল বৃহস্পতিবার ভোররাতে তাকে গ্রেফতার করা হয়। আগের দিন বুধবার বিকেলে স্কুল ছুটির পর সহযোগীসহ প্রিন্সিপাল একাডেমীর ছাত্রী আবিদা বেগমকে একাডেমীর বাথরুমে তালাবদ্ধ করে রেখে চলে যান। পরে কৌশলে সন্ধ্যায় নিজে নিজেই উদ্ধার হয় আবিদা। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকেলে আটকে রাখা গ্রীণবার্ড একাডেমীর দ্বিতীয় শ্রেণীর ওই ছাত্রীর মা লাইলী রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন, (মামলা নং ১৪)।
মামলায় প্রিন্সিপাল গিলমান আহমদকে প্রধান আসামী ও তার সহযোগী একাডেমীর প্রাক্তন শিক্ষক আব্দুস শহিদসহ আরো দু’জনকে অজ্ঞাতনামা রাখা হয়েছে।
গিলমান এক লাখ টাকা মুক্তিপণ আদায় করতে নিজের শিক্ষা প্রতিষ্ঠানে ২য় শ্রেণীর ছাত্রী আবিদাকে ওই প্রতিষ্ঠানের হাত-পা-মুখ বেঁধে বাথরুমে আটকে রাখার সত্যতা পুলিশের কাছে স্বীকার করেছে দাবি করেছেন ওসি আবুল কালাম আজাদ। তিনি বলেন, এ ঘটনায় জড়িত অপর আসামীকে গ্রেফতারের জন্য পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
No comments:
Post a Comment