লন্ডন (যুক্তরাজ্য) থেকে ইব্রাহিম খলিল:
যুক্তরাজ্য থেকে সংবাদদাতা লন্ডনের বাংলাপাড়া হিসেবে পরিচিত ব্রিক লেন সংলগ্ন হোয়াইট চ্যাপেল এলাকায় অভিযান চালিয়েছে সে দেশের আইন শৃংখলা বাহিনী। প্রায় আড়াই শ’ পুলিশের বিশাল বাহিনী পুরো হোয়াইট চ্যাপেল এলাকা ঘিরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধ ইমিগ্রেন্ট আটকের এই অভিযান চালায়।
বৃহষ্পতিবার লন্ডন স্থানীয় সময় দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই অভিযানে ঠিক কত জনকে আটক করা হয়েছে তা জানা যায়নি। তবে, একটি সূত্র দাবী করেছে প্রায় অর্ধ শত লোককে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে স্থানীয় পুলিশ।
হোয়াইট চ্যাপেল এলাকায় অবস্থানরত বিশিষ্ট ব্যবসায়ী ও আলাউদ্দিন সুইটের পরিচালক হেলাল উদ্দিন জানান, দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই অভিযানে লন্ডন মেট্রপলিটন পুলিশের পাশাপাশি ইউকে বর্ডার এজেন্সি ও অন্যান্য ল’ এনফোর্সিং লোকজন পুরো হোয়াইট চ্যাপেল এলাকা ঘিরে ধরে। এ সময় কয়েকটি মোবাইল ফোনের দোকান থেকে বেশ কিছু নাম্বারবিহীন সীম ও মোবাইল যন্ত্রাংশও জব্ধ করে তারা। আটক করে বেশ কয়েক জন হকার ও সবজি বিক্রেতাকে। হোয়াইট চ্যাপেল রেল স্টেশন সংলগ্ন ব্যালেন্স রোড থেকে ক্যামব্রিজ হিথ রোড পর্যন্ত পুরো এলাকায় সাদা পোষাকে পুলিশ অবস্থান নিয়েছে। অভিযানকারী দল তলাশী করে বেথনাল গ্রীণ এলাকার দিকে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান অব্যাহত ছিল
অবৈধ ইমিগ্যান্ট ধরতে লন্ডনের ‘বাংলাপাড়ায়’ অভিযান
Thursday, October 24, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment