আমাদের সিলেট ডটকমঃ
সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার প্রধান পদে না থাকার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন শেখ হাসিনা। ইতোমধ্যে বিষয়টি নিয়ে দলের নীতিনির্ধারক পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনা করেছেন তিনি।তবে একটি শর্ত জুড়ে দেবেন শেখ হাসিনা। আর তা হলো- নির্বাচনকালীন সরকারের প্রধান হবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ অথবা স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।তবে বিএনপি আগেই জানিয়েছে, বর্তমান প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও স্পিকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না তারা।রাষ্ট্রপতি ও স্পিকার দলীয় ব্যক্তি। আর দলীয় ব্যক্তির অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি।
নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার প্রধান প্রশ্নে ছাড় না দিলে গনভবনের আলোচনা কোন ফল বয়ে আনবে না। আর তাই এ দাবী আদায়ের লক্ষে সরকারকে চাপে রাখতে ১৮ দলীয় জোট সম্ভবত আলোচনা ও আন্দোলন একসাথে চালিয়ে যাবে।
অন্তর্বর্তী সরকার প্রধান হবেন না শেখ হাসিনা!
Saturday, October 26, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment