সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র লঙ্ঘন করে অগঠনতান্ত্রিক প্রক্রিয়ায় জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠনের অভিযোগ করেছেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আকমল হোসেন এ অভিযোগ করেন। ২১ অক্টোবর দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের ঈদ পূর্নমিলনী সভায় নবগঠিত পৌর কমিটির সদস্য সচিব আবাব মিয়া সাংগঠনিক কার্যক্রম ত্বরান্বিত করতে জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি অনুমোদন করে দিয়েছেন জানিয়ে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন।
এরপর সভায় উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আকমল হোসেন তাঁর বক্তব্যে বলেন, দলীয় গঠনতন্ত্র মোতাবেক দ্বিতীয় শ্রেণীর পৌরসভায় আওয়ামী লীগের কমিটি উপজেলা আওয়া মীলীগের অনুমোদন করার কথা। জেলা আওয়ামী লীগ আমাদেরকে না জানিয়ে এধরনের কমিটি করতে পারেনা। বিষয়টি নিয়ে পরে আলোচনা করা হবে।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের দলীয় গঠনতন্ত্রের ২৯ ধারার ঞ অনুযায়ী জেলা সদরে অবসি’ত ক শ্রেণীর পৌরসভা আওয়ামীলীগ সমূহ সাংগঠনিক থানার মর্যাদাসম্পন্ন এবং অন্যান্য পৌরসভা ইউনিয়নের মর্যাদা পাবে। তাই দ্বিতীয় শ্রেণীর পৌরসভা কমিটি উপজেলা কমিটি অনুমোদন করবে।
তিনি অভিযোগ করে বলেন, গঠনতন্ত্র লঙ্ঘন করে জেলা কমিটি এধরনের কোন কমিটি করতে পারে না। বিষয়টি আমরা স’ানীয় সাংসদ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এম এ মান্নানকে কেন্দ্রীয় কমিটির সভায় উপস্থাপন করতে বলেছি।
আওয়ামী লীগ কেন্দ্রীয় সংসদরে সদস্য সাংসদ এম এ মান্নান বলেন, জেলা আওয়ামীলীগ দলীয় গঠনতন্ত্র লঙ্গন করে এধরনের কমিটি গঠন করে দলের মধ্যে নতুন সমস্যার সৃষ্টি করেছেন। তাদের অগঠনতান্ত্রিক আচরনে আমি হতাশ। বিষয়টি আমি শ্রীঘ্রই হাইকমান্ডের নজরে আনব।
উল্লেখ্য গত ১০ অক্টোবর জেলা আওয়ামীলীগ সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট চুড়ান্ত অনুমোদনের জন্য জেলা কমিটিতে পাঠানো হউক লিখে ৩৯ সদস্য বিশিষ্ট পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করে দেন।
কমিটি গঠন ও গঠনতন্ত্র লঙ্ঘন বিষয়ে জেলা আওয়ামীলীগ সভাপতি সাংসদ মতিউর রহমান বলেন, আমাকে প্রথম শ্রেণীর পৌরসভার কথা বলে স্বাক্ষর নেয়া হয়েছে। চূড়ান্ত অনুমোদনের জন্য আমি জেলা কমিটির সভায় পাঠাতে বলেছি। জেলা কমিটির সভায় যাছাই বাছাই করে পদক্ষেপ নেব।
গঠনতন্ত্র লঙ্ঘন করে জগন্নাথপুর পৌর আ’লীগের আহ্বায়ক কমিটি গঠনের অভিযোগ
Saturday, October 26, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment