আমাদের সিলেট ডটকম:
পুলিশি নির্দেশনায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আকস্মিকভাবে সবগুলো ফ্যাক্স ও ফটোষ্ট্যাট দোকান বন্ধ করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুর থেকে কমলগঞ্জ থানা পুলিশের নির্দেশনায় ফ্যাক্স ও ফটোষ্ট্যাট দোকান বন্ধ রাখা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে কমলগঞ্জ উপজেলা সদরসহ সর্বত্র ফ্যাক্স ও ফটোস্ট্যাট দোকান বন্ধ হয়ে যায়। এসব দোকান মালিকদের কাছে জানতে চাইলে তারা জানান, থানা পুলিশের পক্ষ থেকে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত দোকান বন্ধ রাখতে বলা হয়েছে।
কমলগঞ্জ থানার এসআই চম্পক ধাম জানান, উর্ধ্ব মহলের নির্দেশনায় নিরাপত্তাজনিত কারণে এসব দোকান বন্ধ করা হয়েছে।
কমলগঞ্জ থানার ওসি নীহার রঞ্জন নাথ এর সত্যতা নিশ্চিত করে বলেন, ফ্যাক্স-ফটোকপি করে অপপ্রচার চালানোর আশংকা রয়েছে। আর এসব প্রচারপত্র ফটোস্ট্যাট করে সর্বত্র বিলি করা হতেও পারে। এজন্য সার্বিক নিরাপত্তার কথা ভেবে উপর মহলের নির্দেশনায় পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ফ্যাক্স ও ফটোস্ট্যাট দোকান বন্ধ রাখা হয়েছে।
পুলিশের নির্দেশনায় কমলগঞ্জে ফ্যাক্স ফটোষ্ট্যাট দোকান বন্ধ
Thursday, October 24, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment